আজকের শিরোনাম :

শার্শায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন উলাশী স্কুল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০১৯, ১৫:২০

যশোরের শার্শা প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ২০শে জুলাই বিকালে শার্শা উপজেলার শ্যামলাগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর শিরোপা নির্ধারণী ম্যাচে উলাশী মাধ্যমিক বিদ্যালয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের  দুটি শিরোপাই তাদের নিজেদের করে নিয়েছে। মাসব্যাপী এ টুর্নামেন্টে শার্শার ১২৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।

উক্ত ফাইনাল খেলায় উলাশী সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে কাগজপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা অর্জন করে।

অপর দিকে মেয়েদের চুড়ান্ত পর্বে উলাশী সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পিকে রাজগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা অর্জন করে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় প্রধান  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয়  সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উলাশী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, শার্শা ইউনিয়ন চেয়ারম্যান সোহারাব হোসেন, উলাশী ইউপি সদস্য তারিকুল মিলন ও মুরাদ হোসেন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব,উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার,

উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,সাধারন  সম্পাদক ইকবাল হোসেন রাসেল, সাবেক যুবলীগ নেতা ফারুক হোসেন উজ্জল, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেল,সাবেক ছাএলীগ নেতা আরিফ হোসেন রুবেল, আল-ইমরান, যশোর সীমান্ত বাস মালিক সমিতির যুগ্ন আহবায়ক সাজেদুর রহমান সুমন প্রমুখ।


এবিএন/আয়ুব হোসেন পক্ষী/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ