আজকের শিরোনাম :

নির্বাচকের পদ ছাড়লেন ইনজামাম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০১৯, ২১:০৩

পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন ইনজামাম-উল হক। বুধবার (১৭ জুলাই) সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ৩০ জুলাইয়ের পর আর এই পদে থাকছেন না।

বিশ্বকাপের লিগপর্ব থেকে পাকিস্তান বিদায় নেয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে এসে ইনজামাম এ ঘোষণা দিলেন।

তিনি বলেন, 'আমি মনে করি, সরে দাঁড়ানোর এটিই সঠিক সময়। আগামী ৩০ জুলাই আমার চুক্তি শেষ হবে। এরপর আর এই দায়িত্বে থাকছি না।'

সেপ্টেম্বর থেকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। ২০২০ সালে টি-টোয়েন্টি এবং ২০২৩ সালে আছে ওয়ানডে বিশ্বকাপ। আর তাই এখনই সরে দাঁড়ানোর সঠিক সময় বলে মনে করেন ইনজামাম।

'ইংল্যান্ড (বিশ্বকাপ) থেকে ফিরেই আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানিয়েছি যে, চুক্তিটি আমি আর নবায়ন করছি না। ২০১৬ সালে আমি এই দায়িত্বে এসেছিলাম। এখানে অনেক ভালো সময় কাটিয়েছি। আমার মনে হয়, এখন নতুন চিন্তা এবং নতুন আইডিয়া নিয়ে নতুন লোক আসা উচিৎ। আমার সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর জন্য আমি পিসিবি এবং দলকে ধন্যবাদ জানাই।'

বোর্ডের নতুন কোনো দায়িত্ব থাকছেন কিনা, এমন প্রশ্নের জবাবে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী সাবেক এ ব্যাটসম্যান বলেন, 'আমি একজন ক্রিকেটার, ক্রিকেটই আমার রুটি-রুজি। নির্বাচকের দায়িত্ব ছাড়া অন্য কোনো দায়িত্বের জন্য বোর্ড যদি আমাকে অফার করে তাহলে আমি সেটা অবশ্যই বিবেচনা করবো।'

তবে পিসিবির পক্ষ থেকে এখনো কোনো অফার করা হয়নি বলেও জানান তিনি। ২০১৬ সালের এপ্রিলে পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ইনজামাম। তার সময়কালেই ২০১৭ সালে পাকিস্তানের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে সরফরাজ বাহিনী।

এবিএন/মমিন/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ