আজকের শিরোনাম :

কোহলি-রোহিত দ্বন্দ্ব প্রকাশ্যে, পরিবর্তন হচ্ছে দলের অধিনায়ক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০১৯, ০০:৪৬

ভারতীয় ক্রিকেট দল যে দুই শিবিরে বিভক্ত তা এখন ওপেন সিক্রেট। বিভিন্ন সংবাদ মাধ্যমের অন্তর্তদন্তে উঠে এসেছে দলের দুই হেভিওয়েট বিরাট কোহলি এবং রোহিত শর্মার নেতৃত্বে দুই শিবিরে বিভক্ত হয়ে গিয়েছেন ক্রিকেটাররা। এই বিভেদ যে ভারতীয় দলের ড্রেসিং রুমের পরিবেশের জন্য ক্ষতিকর তা এবার অনুধাবন করতে পেরেছে বিসিসিআইও। তাই দলের এই তথাকথিত অন্তর্দ্বন্দ্ব নিয়ে তদন্তের ইঙ্গিত দিলেন বোর্ডের এক কর্মকর্তা।

কোচ রবি শাস্ত্রী এবং বিরাট কোহলি টিমে স্বেচ্ছাচার চালাচ্ছেন। সেই সব ক্রিকেটাররাই দলে সুযোগ পাচ্ছেন যারা শাস্ত্রী-কোহলিকে তৈলমর্দন করে চলেন। দলের অধিকাংশ ক্রিকেটারই বিরাটদের এই আধিপত্য মানতে পারছেন না। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর এসব অভিযোগেই তোলপাড় ভারতীয় ক্রিকেট মহল। এবার এই যাবতীয় অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল বিসিসিআই।

দলের পারফরম্যান্স খতিয়ে দেখতে বিসিসিআইয়ের প্রশাসক প্যানেলের প্রধান বিনোদ রাই যে বৈঠক ডাকছেন, তাতেই নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্মকর্তা দেশটির এক সংবাদসংস্থাকে বলেন, আপনারা জানেন বিনোদ রাই একটি বৈঠক ডেকেছেন। ওই বৈঠকে দলের পারফরম্যান্স সংক্রান্ত যাবতীয় বিষয় খতিয়ে দেখা হবে। এই যে গুজবগুলো ছড়াচ্ছে, সেই সব গুজবের সত্যতা কী তা জানাটা খুব জরুরি।

শুধু তাই নয়, ওই কর্মকর্তাই ইঙ্গিত দিয়েছেন ২০২৩ বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় দলের অধিনায়কও পরিবর্তন করা হতে পারে। তিনি বলেন, এটাই সঠিক সময় ৫০ ওভারের অধিনায়কত্ব রোহিতের হাতে তুলে দেওয়ার। বর্তমান অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টকে প্রত্যেক ক্রিকেটারই সমর্থন করছেন। কিন্তু এখন সময় ভবিষ্যতের পরিকল্পনা করার। প্রত্যেকটা ভালো দলই সেটা করে। আমাদের বর্তমান পরিকল্পনাগুলোকে নতুন রূপ দিতে হবে। আমরা বুঝতেই পেরেছি, দলের কিছু কিছু জায়গায় খামতি থাকছে, সেগুলো বদলানো দরকার। আর সেই কাজে রোহিতই এই মুহূর্তে সেরা ব্যক্তি।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ