আজকের শিরোনাম :

ফেদেরারকে হারিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন জোকোভিচ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০১৯, ১০:৪০

এবারের উইম্বলডনে নোভাক জোকোভিচকে নিয়ে খুব একটা আলোচনা হয়নি। কিন্তু রবিবার রজার ফেদেরারের বিপক্ষে ঐতিহাসিক ফাইনাল জিতে সবার নজর কাড়লেন সার্ব তারকা। ৮ বারের চ্যাম্পিয়নকে হারিয়ে অল ইংল্যান্ড ক্লাবের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন তিনি।

লর্ডসে বিশ্বকাপ ফাইনাল থাকার কারণেই হয়তো একই শহরে হলেও উইম্বলডনের শিরোপার লড়াইয়ে টানটান উত্তেজনার আঁচ পাওয়া যায়নি। তবে রোমাঞ্চকর আর মহাকাব্যিক এক ম্যাচই হয়েছে জোকোভিচ ও ফেদেরারের মধ্যে। দুটি ম্যাচ পয়েন্ট সেভ করে সুইস তারকার বিপক্ষে ৭-৬ (৭-৫), ১-৬, ৭-৬ (৭-৪), ৪-৬, ১৩-১২ (৭-৩) গেমে পঞ্চম উইম্বলডন জিতেছেন জোকোভিচ।

লড়াইটা চলেছে ৪ ঘণ্টা ৫৭ মিনিট ধরে। টুর্নামেন্টের ইতিহাসে একক ইভেন্টে সবচেয়ে লম্বা ফাইনাল। এই প্রথমবার ফাইনালে শেষ সেট গড়ায় টাইব্রেকে। আর এই ঐতিহাসিক ম্যাচটি জিতে ১৬তম গ্র্যান্ড স্লাম অর্জন করেন জোকোভিচ।

ফেদেরারের বিপক্ষে ৪৮ বারের মুখোমুখি লড়াইয়ে জোকোভিচের এটা ২৬তম জয়।

টেনিসের উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ছিল ফেদেরারের সামনে। কিন্তু এ যাত্রায় সেটা আর হলো না। পুরুষ ও নারী মিলিয়ে উইম্বলডনের এককে রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন মার্তিনা নাভ্রাতিলোভাকে ছোঁয়ার অপেক্ষাও বাড়ল সুইস তারকার সামনে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ