আজকের শিরোনাম :

রিয়াল ছেড়ে অ্যাটলেটিকোতে যোগ দিলেন লোরেন্তে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০১৯, ১৫:৩৯

রিয়াল মাদ্রিদ থেকে নগরপ্রতিদ্বন্দ্বী ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন মার্কোস লোরেন্তে।

চুক্তি অনুযায়ী অ্যাটলেটিকো মাদ্রিদে পাঁচ বছর থাকবেন লোরেন্তে। সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি থেকে তাকে দলে ভেড়াতে ৪০ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে ডিয়েগো সিমিওনের দলকে। ওয়ান্দা মেট্রোপলিটানো স্টেডিয়ামে রদ্রি হার্নান্দেজের প্রতিস্থাপন হিসেবে কাজ করবেন তিনি। সব ধরনের সুযোগ সুবিধা মিলিয়ে লোরেন্তের রিলিজ ক্লজ ৭০ মিলিয়ন ইউরোতে দাঁড়াবো।

লোরেন্তেকে রিয়ালে না রাখার কথা আগেই জানিয়েছিলেন ক্লাবটির কোচ জিনেদিন জিদান। এরপর ২৪ বছর বয়সি এ মিডফিল্ডার জানতে পেরেছিলেন তার প্রতি আগ্রহ রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের।  দুই বছর আগে তাকে দলে চেয়েছিলেন অ্যাটলেটিকোর আর্জেন্টাইন কোচ সিমিওনে।

দুই ক্লাবের সমঝোতার পর নতুন ক্লাব নাম লেখাতে সক্ষম হয়েছেন লোরেন্তে। অ্যাটলেটিকো না নিলে অন্য ক্লাবে তাকে ধারে পাঠাতো রিয়াল মাদ্রিদ। তবে মাদ্রিদের ক্লাব অ্যাটলেটিকো রাজি হওয়ায় বেশ উচ্ছ্বসিত লোরেন্তে। কেননা ক্লাব পরিবর্তন হলেও পরিবার, বন্ধুবান্ধব, ব্যক্তিগত ট্রেনার ও ব্যবসা প্রতিষ্ঠান কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন স্প্যানিশ এ ফুটবলার।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ