আজকের শিরোনাম :

বড় দলের মতোই লড়েছে বাংলাদেশ: শোয়েব আক্তার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০১৯, ১২:১৯

চলতি বিশ্বকাপে নিজেদের ৬ষ্ঠ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হলে ইতিহাস গড়তে হতো বাংলোদেশকে। কিন্তু ইতিহাস গড়া হয়নি। আক্ষেপ বাড়িয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ৪৮ রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২০ জুন) ট্রেন্টব্রিজে কঠিন এই ম্যাচে হারলেও অস্ট্রেলিয়ার সঙ্গে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ দাঁড় করাতে পেরেছে মাশরাফিরা। বাংলাদেশি হাজার দশেক সমর্থক হতাশা নিয়ে মাঠ ছাড়লেও তাদের চোখে মুখে তৃপ্তিও ছিল!

ইংল্যান্ডের অপরিচিত কন্ডিশনে টাইগারদের অসামাণ্য লড়াইয়ে মুগ্ধ পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার। আর টাইগারদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

রাতে নিজের ভেরিফায়েড টুইটারে শোয়েব আখতার বলেন, বাংলাদেশ ক্রিকেট দল আরও একটি দারুণ ম্যাচ খেলেছে।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুত গতিতে বল করে রেকর্ড গড়া শোয়েব আখতার আরও বলেন, মাশরাফিরা বোলিংয়ের সময়ে যদি শেষ কয়েক ওভারে অতিরিক্ত রান না দিত তাহলে অস্ট্রেলিয়া ৩৮১ রান করতে পারতো না। শেষ দিকে তাদের বাজে বোলিংয়ের কারণে রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। অসম্ভব টার্গেট তাড়া করতে নেমেও টাইগারারা দারুণ ব্যাটিং করেছে। বড় দলের মতোই লড়াই করেছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ