আজকের শিরোনাম :

নিউজিল্যান্ডকে ২৪১ রানের টার্গেট দ. আফ্রিকার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০১৯, ২১:৩২

নিউজিল্যান্ডের বিপক্ষেও সুবিধা করতে পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। এজবাস্টনে নিজেদের ষষ্ঠ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২৪১ রান সংগ্রহ করেছে প্রোটিয়ারা।

বৃষ্টির কারণে টহ হয় বিলম্বে। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ভেজা আউটফিল্ডের কারণে সময় নষ্ট হওয়ায় ওভার কেটে প্রতি ইনিংস করা হয় ৪৯ ওভারের। শুরুতেই ওপেনার কুইন্টন ডি কককে বোল্ড করেন ট্রেন্ট বোল্ট। অধিনায়ক ফাফ ডু প্লেসিও সুবিধা করতে পারেননি। ৩৫ বলে ২৩ রানে তাকে ফেরান লুকি ফার্গুসন। ধীর গতিতে খেলা হাশিম আমলার অর্ধশতক তুলে নিয়েই বিদায় নেন।  ৩৮ রানে এইডিন মারক্রাম সাজঘরে ফিরলে ১৩৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর ডেভিড মিলার এবং ফন ডার ডুসেনকে ৭২ রানের জুটিতে ভর করে দুইশ’ পার করে দক্ষিণ আফ্রিকা।

শেষ দিকে সাবলীল খেলতে থাকা ডেভিড মিলারকে ৩৬ রানে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন লুকি ফার্গুসন। তবে ৬৪ বলে ৬৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন ডুসেন। আর ৪৯ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ২৪১।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ