আজকের শিরোনাম :

ভারতের জন্য বড় দুঃসংবাদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০১৯, ০০:৩৪

চলতি বিশ্বকাপে দুই ম্যাচ খেলেই বড় দুঃসংবাদ পেল ভারত। ইনজুরির কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন দলটির ইনফর্ম ব্যাটসম্যান শিখর ধাওয়ান। তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। তার মানে ধাওয়ানের কার্যত বিশ্বকাপ শেষ!

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে নাথান কোল্টার নাইলের একটা ডেলিভারি হঠাৎ লাফিয়ে উঠে ধাওয়ানের গ্লাভসে লেগেছিল। বলের আঘাতে বুড়ো আঙ্গুল ফুলে যায় ধাওয়ানের। মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে হাতে যন্ত্রণা নিয়েই ব্যাটিং করে গেছেন। তুলে নিয়েছেন শতক। অজিদের বিপক্ষে পরে আর ফিল্ডিংয়েও দেখা যায় নি ধাওয়ানকে। আজ মঙ্গলবার স্ক্যান রিপোর্টে দেখা যায়, ধাওয়ান বুড়ো আঙ্গুলে চিড় ধরেছে।

পরীক্ষা শেষে ধাওয়ানকে তিন সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। তার মানে এ বিশ্বকাপ একরকম শেষ হলো ধাওয়ানের। চলতি বিশ্বকাপে দুই ম্যাচ খেলে ব্যাট হাতে একটি শতকসহ ধাওয়ান করেছেন ১২৫ রান।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্রমতে, ধাওয়ানের বদলি হিসেবে ডাকা হতে পারে রিশাভ পান্ত অথবা শ্রেয়াস আইয়ারকে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ