আজকের শিরোনাম :

প্রথম দল হিসেবে পাঁচশ রান টপকাতে চায় ওয়েস্ট ইন্ডিজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০১৯, ০১:২৭

আধুনিক ওয়ান ডে ক্রিকেটে চারশো রানের ইনিংস গড়া যে আর বিশেষ কৃতত্বের নয়, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না৷ আসন্ন আইসিসি বিশ্বকাপে যে রানের ফুলঝুরি ফুটতে চলেছে, তার ইঙ্গিত পাওয়া গিয়েছে প্রস্তুতি ম্যাচগুলিতেই৷ বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই কোন দল প্রথমবার চারশো ছাড়িয়ে পাঁচশো রানের গন্ডি স্পর্শ করবে, তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে৷

অনুশীলন ম্যাচে প্রথম দল হিসাবে চারশো রান পার করা ওয়েস্ট ইন্ডিজ তাদের টি-২০ ব্র্যান্ডের ক্রিকেটে পাঁচশোর গন্ডি টপকাতে পারে বলে মেন করছে বিশেষজ্ঞমহল৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে দুরন্ত শতরান করা শাই হোপ নিজেও মনে করেন যে, ওয়ান ডে ক্রিকেটে পাঁচশো রান করার ক্ষমতা তাদের রয়েছে৷ হোপ আশা করছেন, প্রথম দল হিসাবে এমন কৃতিত্ব অর্জন করতে পারেন তারা৷

হোপ বলেন, এটা অবশ্যই একটা লক্ষ্য যেটা আমরা অর্জন করতে চাই কখনও না কখনও৷ তবে প্রথম দল হিসাবে পাঁচশো রানের গন্ডি টপকাতে পারলে, সেটা দারুণ বিষয় হবে৷ ইতিহাসে স্থায়ী জায়গা করে নিতে চায় সবাই৷ আমার বিশ্বাস, আমাদের দলে সেই ব্যাটিং শক্তি রয়েছে৷

ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বড় রানের ইনিংস গড়ার রেকর্ড রয়েছে ইংল্যান্ডের নামে৷ গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ট্রেন্ট ব্রিজে ৪৮১ রানের বিশাল ইনিংস গড়েছিল ব্রিটিশরা৷ চলতি বিশ্বকাপেই সেই রেকর্ড ভেঙে নতুন নজির গড়তে চায় ক্যারিবিয়ানরা৷

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ