আজকের শিরোনাম :

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০১৯, ১৫:২৪ | আপডেট : ২৮ মে ২০১৯, ১৬:৫৩

মূল আসর শুরুর আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাট করতে নামবে বিরাট কোহলির ভারত।

সব দলের জন্য দুইটি করে প্রস্তুতি ম্যাচ বরাদ্দ থাকলেও বৃষ্টির কারণে বাংলাদেশ দল খেলতে হচ্ছে একটিমাত্র ম্যাচ। পরিত্যক্ত হয়েছিল পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত প্রথম ম্যাচটি।

অন্যদিকে ভারতীয় ক্রিকেট দল নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাত্তাই পায়নি নিউজিল্যান্ডের কাছে। আগে ব্যাট করে সেদিন তারা করেছিল মাত্র ১৭৯ রান। যা কিনা ৭৭ বল হাতে রেখেই টপকে গিয়েছিল নিউজিল্যান্ড।

বিশ্বকাপ শুরুর দুই দিন আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে নামছে দুই দল। শক্তি-দুর্বলতার জায়গাগুলো দেখে নেয়ার সুযোগ হিসেবেই ম্যাচটি খেলতে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), লিটন দাস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ চৌধুরী। 

ভারত দল
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, যুজবেন্দ্র চেহেল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ