আজকের শিরোনাম :

বিধ্বস্ত পাকিস্তান বিপক্ষে মাঠে নামছে আত্মবিশ্বাসী বাংলাদেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০১৯, ১২:৫২

বিশ্বকাপ ক্রিকেট শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচে আজ রোববার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। পরাজয়ের বৃত্তে থাকা সরফরাজ বাহিনীর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা মাশরাফি বাহিনী।

বাংলাদেশ সময় আজ বেলা সাড়ে ৩টায় কার্ডিফে পাকিস্তানের মুখোমুখি হবে মাশরাফি বাহিনী। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

বাংলাদেশ দলের সম্প্রতি পারফরম্যান্স অসাধারণ। ত্রিদেশীয় সিরিজ জয়ের স্বাদ নিয়ে মাঠে নামছেন টাইগাররা।

অন্যদিকে পাকিস্তান সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। সবশেষ প্রস্তুতি ম্যাচে আন্ডারডগ আফগানিস্তানের বিপক্ষেও হেরেছে। টানা ১০ ম্যাচে জয় পায়নি পাকিস্তান। এমন বাজে পারফরম্যান্সে পাকশিবির অনেকটাই বিধ্বস্ত। তাই পরাজয়ের বৃত্ত থেকে বেরোতে চাইবে সরফরাজ বাহিনী। এ ছাড়া বাংলাদেশকে পেলে তো পাকিস্তান তেঁতে ওঠে।

এদিকে কার্ডিফে বাংলাদেশ ভালোলাগার ছোঁয়া পায়। সেখানে যে হারতে জানে না বাংলাদেশ। এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে দুটিতেই জয়। ২০০৫ সালে ন্যাটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর পর ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। দুটি ম্যাচেই বাংলাদেশ পাঁচ উইকেটে জিতেছিল। তাই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সুখস্মৃতি সঙ্গে থাকছে বাংলাদেশের।

এ ছাড়া ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। একদিকে তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসানদের ব্যাটে বইছে রানের বন্যা; অন্যদিকে বোলাররাও কন্ডিশনের সঙ্গে দারুণভাবে নিজেদের মানিয়ে নিয়েছেন। বাংলাদেশ দলের খেলোয়াড়দের ফর্ম বিবেচনায় পরাজয়ের ঘূ্র্ণাবর্তে থাকা পাকিস্তানকে হারানো খুব কঠিন হওয়ার কথা নয়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মিথুন, মাহমুদউল্লাহ, সাব্বির, মিরাজ, সাইফউদ্দিন, মাশরাফি (অধিনায়ক) ও মোস্তাফিজ।

পাকিস্তান স্কোয়াড
সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, বাবর আজম, ওয়াহাব রিয়াজ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ