আজকের শিরোনাম :

ষষ্ঠ গোল্ডেন শু জিতে মেসির অনন্য কীর্তি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০১৯, ১২:৩৪

মৌসুমজুড়ে দুর্দান্ত ফর্মে থেকে পিচিচি ট্রফি জয় নিশ্চিত করেছেন আগেই। সে ধারাবাহিকতায় এবার ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন লিওনেল মেসি। দুটি পুরস্কারই টানা তৃতীয়বারের মতো জিতলেন বার্সেলোনা তারকা।

মেসি অবশ্য সবচেয়ে বয়সী দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এ পুরস্কার জিতেছেন এবার। তার বর্তমান বয়স ৩১ বছর ১১ মাস ২৫ দিন। এর আগে হুগো সানচেজ মেসির চেয়ে ১ মাস ১ দিন বেশি বয়সে গোল্ডেন শু জিতেছিলেন ১৯৯০ সালে।

ইউরোপের সেরা লিগগুলোয় খেলা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গোলদাতাকে দেওয়া হয় গোল্ডেন শু। বার্সেলোনার হয়ে স্প্যানিশ লা লিগার সদ্য সমাপ্ত মৌসুমে ৩৪ ম্যাচে মেসি ৩৬ গোল করেছেন। যা ইউরোপের মধ্যে এ মৌসুমে সর্বোচ্চ।

পুরস্কার জয়ের দৌড়ে তার পেছনে ছিলেন প্যারিস সেইন্ট জার্মেইর কালিয়ান এমবাপে। তিনি করেছেন ৩৩ গোল। যদিও শেষ ম্যাচে ৫ গোল করে মেসিকে পেছনে ফেলার সুযোগ ছিল ফরাসি এ স্ট্রাইকারের সামনে। কিন্তু ওই ম্যাচে তিনি মাত্র একটি গোল করতে পারেন।

২০১৪ সালে এ পুরস্কারটি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেজ যৌথভাবে পেয়েছিলেন। ২০০৭-০৮ মৌসুমে রোনালদো এ পুরস্কার জিতেছিলেন যখন তিনি স্পেনে খেলতেন না। খেলছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে। এর পর রিয়ালে যোগ দিয়ে আরো তিনবার তিনি এ পুরস্কার জিতেছিলেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ