আজকের শিরোনাম :

ইংলিশ সমর্থকদের বিশ্বকাপ জার্সি পছন্দ হয়নি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০১৯, ০১:০৩

ঘরের মাঠে বিশ্বকাপের জন্য জার্সিসহ নতুন কিটস তৈরি করেছে ইংল্যান্ড ক্রিকেট টিম৷ ইসিবি’র তরফে সোশ্যাল মিডিয়ায় জার্সির ছবি প্রকাশ করে সমর্থকদের কাছে জানতে চাওয়া হয় তা কেমন লেগেছে৷ সমর্থকদের কাছে থেকে যে বিপুল সংখ্যায় রিপ্লাই এসেছে টুইটারে, তা খুব একটা খুশি করবে না ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে৷

ইংল্যান্ডের নতুন জার্সির রং বেশিরভাগ সমর্থকেরই পছন্দ হয়নি৷ কেউ কেউ তো আবার মরগ্যানদের নতুন জার্সিকে টিম ইন্ডিয়ার জার্সির সঙ্গে গুলিয়ে ফেলছেন৷ ভারত-ইংল্যান্ড ম্যাচের সময় দু’দলকে আলাদা করে চেনা যাবে কি না, সে সম্পর্কেও সন্দীহান এনেকে৷

ইংল্যান্ড দল সচরাচর টি-২০ ক্রিকেট খেলে লাল জার্সিতে৷ ওয়ান ডে ক্রিকেট খেলে গাড়ো নীল রংয়ের জার্সি পরে৷ বিশ্বকাপের জন্য যে নতুন জার্সি বানিয়েছে ইসিবি, তা উজ্জ্বল আকাসি নীল বা স্কাই ব্লু রংয়ের৷

টুইটারে এমন জার্সিকে অনেকেই বেদনাদায়ক আখ্যা দিয়েছেন৷ কেউ স্পষ্টতই বিরক্তিকর বলে কটাক্ষ করেছেন তো আবার কেউ নব্বইয়ের দশকের মানানসই বলে ইসিবিকে ব্যাকডেটেড ইঙ্গিত করেছেন৷ কেউ আবার ইংল্যান্ড দল ভারতের জার্সি পরে মাঠে নামবে বলেও টিপ্পনি কেটেছেন৷ পাকিস্তানের সঙ্গে দ্বি-পাক্ষিক সিরিজের জার্সি বিশ্বকাপ জার্সির থেকে ভালো ছিল বলে উল্লেখ করেছেন কেউ৷

যদিও ইংল্যান্ডের টেস্ট তারকা স্টুয়ার্ট ব্রডের মনে ধরেছে ইংল্যান্ডের নতুন বিশ্বকাপ জার্সি৷ তিনি টুইটারে ইংল্যান্ডের নতুন কিটসকে, বিশ্বকাপে তুলে ধরার জন্য সুন্দর কিট বলে মন্তব্য করেছেন৷

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ