আজকের শিরোনাম :

প্রস্তুতি ম্যাচেই নিজেদের যাচাই করতে চান টেলর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০১৯, ০১:০০

আসন্ন আইসিসি বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল টিম ইন্ডিয়া৷ তাই ফেভারিট দলের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলার থেকে ভালো প্রস্তুতি আর হতে পারে না বলেই মনে করেন কিউয়ি তারকা রস টেলর৷ টেলর বলেন, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচটাই তাদের বিশ্বকাপের যথাযথ প্রস্তুতি মঞ্চ হতে চলেছে৷

৩০ মে ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আয়োজক ইংল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে আইসিসি বিশ্বকাপ৷ ১ জুন কার্ডিফে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে নিউজিল্যান্ড৷ তার আগে ২৫ ও ২৮ মে যথাক্রমে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে কিউয়িরা৷

কোহলিদের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ নিয়ে টেলর বলেন, ২৫ মে ভারতের বিরুদ্ধে অনুশীলন ম্যাচটা দলের কাছে যথার্থ প্রস্তুতি মঞ্চ হতে চলেছে৷ ভারত এই মুহূর্তে অন্যতম শক্তিশালী দল এবং সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসাবে বিবেচিত হচ্ছে৷ সুতরাং ফেভারিট হিসাবেই বিশ্বকাপ শুরু করবে টিম ইন্ডিয়া৷ দল হিসাবে নিজেদের যাচাই করার এর থেকে ভালো সুযোগ আর হয় না৷

পরে আসন্ন বিশ্বকাপের রাউন্ড রবিন ফরম্যাট নিয়ে টেলর জানান, সব দলের সঙ্গে সবার খেলার এই ফরম্যাটটা ১৯৯২ বিশ্বকাপের মতোই৷ এটা আকর্ষক এবং বিশ্বকাপের মতো টুর্নামেন্টের ক্ষেত্রে যথাযথ বটে৷ বেশিরভাগ পরিচিত খেলায় বিশ্বকাপ অনুষ্ঠিত হয় গ্রুপ বা পুল নির্বাচন করে৷ বিশ্বচ্যাম্পিয়ন হতে হলে সবাইকে টপকে হওয়াই উচিত৷

শেষে টেলর বলেন যে, বিশ্বকাপে পিচ ও পরিবেশের কথা মাথায় না রেখে সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত৷ অভিজ্ঞ তারকা হিসাবে দলের তরুণ ক্রিকেটারদের বিশ্বকাপ উপভোগের পরামর্শ দিয়েছেন টেলর৷

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ