আজকের শিরোনাম :

অভিজ্ঞতা দিয়ে লারাকে ছুঁতে যাচ্ছেন গেইল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০১৯, ১২:৫৯

চার বছর পর আবারও শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ক্রিকেট। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বাদশতম এ আসর বসছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে। ৩০ মে লন্ডনের ওভালে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০১৯ বিশ্বকাপের। ৩০ মে থেকে শুরু হওয়া এ বিশ্বকাপ ১৪ জুলাই পর্যন্ত চলবে। একাধিক ক্রিকেটারের কাছে এটাই এবার শেষ বিশ্বকাপ৷

সবচেয়ে বেশি বিশ্বকাপ হতে যাচ্ছে যাদের-

১) ক্রিস গেইল- রেকর্ড সংখ্যাক বিশ্বকাপ খেলতে নামছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস্টোফার হেনরি গেইল৷ ইংল্যান্ডের মাটিতে এটি গেইলের পঞ্চম বিশ্বকাপ৷

এর আগে ২০০৩, ২০০৭, ২০১১, ২০১৫ বিশ্বকাপ খেলেছেন ইউনিভার্সাল বস৷ ২০১৯ বিশ্বকাপই সম্ভবত গেইলের ক্যারিয়ারে শেষ বিশ্বকাপ৷ তাকে সম্মান জানাতে গেইলের হাতে সহঅধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট৷

ওয়েস্ট ইন্ডিজের হয়ে গেইল তৃতীয় ক্রিকেটার যিনি পাঁচটি বিশ্বকাপ খেলতে চলেছেন৷ এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন ক্যারিবিয়ানদের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারা৷ ১৯৯২,১৯৯৬,১৯৯৯,২০০৩,২০০৭ বিশ্বকাপ খেলেছেন লারা৷ ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন শিব নায়ারণ চন্দ্রপল৷ ১৯৯৬,১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১১ বিশ্বকাপে খেলেছেন চন্দ্রপল৷

২) মহেন্দ্র সিং ধোনি-গেইলের মতো ধোনিরও সম্ভবত শেষ বিশ্বকাপ হতে চলেছে৷ এর আগে ২০০৭, ২০১১,২০১৫ বিশ্বকাপ খেলেছেন ধোনি৷ যার মধ্যে দুটি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন মাহি৷ জিতেছেন ২০১১ ক্রিকেট বিশ্বকাপ৷ ২০১৫ বিশ্বকাপে ভারতকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন প্রাক্তন কাপ্তান কুল৷

ভারতের হয়ে এর আগে ছ’টি বিশ্বকাপ খেলার নজির রয়েছে ক্রিকেটঈশ্বর শচিন টেন্ডুলকারের। ১৯৯২, ১৯৯৬,১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১১ বিশ্বকাপ খেলেছেন শচিন৷

৩) মাশরাফি বিন মুর্তজা– বাংলাদেশের অধিনায়কের কাছেও এটি চতুর্থ বিশ্বকাপ হতে চলেছে৷ এর আগে ২০০৩, ২০০৭, ২০১৫ বিশ্বকাপ খেলেছেন মুর্তজা৷

৪) সাকিব আল হাসান- বাংলাদেশ দলের সফল অল-রাউন্ডার সাকিবের কাছেও এটি চতুর্থ বিশ্বকাপ৷ ২০০৭, ২০১১, ২০১৫ বিশ্বকাপ খেলেছেন সাকিব৷

৫) তামিম ইকবাল– মাশরাফি-সাকিবের মতো বাংলাদেশ ওপেনার তামিম ইকবালের কাছও এটি চতুর্থ বিশ্বকাপ হতে চলেছে৷ ২০০৭, ২০১১, ২০১৫ এর এবার ২০১৯ সালে চতুর্থ বিশ্বকাপ খেলতে নামছেন তামিম।

৬) লাসিথ মালিঙ্গা– শ্রীলঙ্কার জার্সিতে মালিঙ্গা এবার চুতর্থ বিশ্বকাপ খেলতে নামছেন৷ ২০০৭, ২০১১, ২০১৫ এর চার নম্বর বিশ্বকাপ খেলবেন শ্রীলঙ্কার অভিজ্ঞ এই পেসার৷

৭) মুশফিকুর রহিম– বাংলাদেশের এই ক্রিকেটারও চার নম্বর বিশ্বকাপ খেলতে নামছেন৷ ২০০৭, ২০১১, ২০১৫ তিন বিশ্বকাপ খেলেছেন বাংলাদেশ দলের এই উইকেটকিপার ব্যাটসম্যান৷

৮) রস টেলর- ইংল্যান্ডের মাটিতে চতুর্থ বিশ্বকাপ খেলতে নামবেন রস টেলর৷ এর আগে কিউয়ি জার্সিতে ২০০৭, ২০১১, ২০১৫ টি বিশ্বকাপ খেলেছেন টেলর৷

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ