আজকের শিরোনাম :

ইরফানের সামনে ইতিহাসের হাতছানি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০১৯, ১২:২৭

অনন্য নজির গড়তে পারেন ইরফান পাঠান৷ যদিও ইতিমধ্যেই তিনি ইতিহাসে নাম তুলে ফেলেছেন৷ প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে প্রথমসারির কোনও বিদেশী টি-২০ লিগে খেলার জন্য আবেদন জানিয়েছেন জুনিয়র পাঠান৷

আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফটে নিজের নাম নথিভূক্ত করিয়েছেন ইরফান৷ লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া নিলামে যদি সিপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজি কিনে নেয় ইরফানকে, তবে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে বিদেশী টি-২০ লিগে খেলতে দেখা যাবে তাকে৷ এর আগে কোনও ভারতীয় ক্রিকেটার সিপিএল তথা প্রথমসারির কোনও বিদেশী টি-২০ লিগে অংশ নেননি৷

বিসিসিআই কোনও ক্রিকেটারকে বিদেশী টি-২০ লিগে খেলার অনুমতি দেয় না৷ অবসর না নেওয়া পর্যন্ত দুবাইয়ের লিগগুলিতেও ভারতীয় ক্রিকেটারদের দেখা যায়নি৷ সেক্ষেত্রে এবার জম্মু-কাশ্মীরের হয়ে রঞ্জি, বিজয় হাজারে ও মুস্তাক আলি টি-২০ খেলা ইরফানকে সিপিএলে মাঠে নামতে হলে ভারতীয় বোর্ডের নো অবজেকশন সার্টিফিকেট আদায় করতে হবে৷

অবশ্য ভারতীয় মহিলা ক্রিকেটারদের ক্ষেত্রে বিদেশী লিগে খেলার কোনও নিষেধাজ্ঞা নেই বিসিসিআইয়ের৷ স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কউররা ইতিমধ্যেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টি-২০ লিগ খেলেন৷

ইরফান গত দু’টি মৌসুম আইপিএল খেলার সুযোগ পাননি৷ শেষবার ২০১৭ সালে গুজরাত লায়ন্সের হয়ে মাঠে নেমেছিলেন তিনি৷ নিজেকে সর্বোচ্চ পর্যায়ে ভাসিয়ে রাখতেই সিপিএল খেলার আবোদন জানিয়েছেন পাঠান৷ এক্ষেত্রে ইরফানকে দলে নিতে পারে শাহরুখ খানের মালিকানাধীন ত্রিনবাগো নাইট রাইডার্স৷ আগামী ৪ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ৷

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ