পাকিস্তানের বিশ্বকাপ দলে আমির!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০১৯, ১০:০২

চূড়ান্ত ১৫ জনের দলে না-থাকলেও বিশ্বকাপে পাকিস্তান দলে ডাকা হতে পারে মোহাম্মদ আমিরকে৷ ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজে বোলারদের ব্যর্থতার কথা মাথায় রেখে বৃহস্পতিবার(১৬ মে) অভিজ্ঞ বাঁ-হাতি পেসারকে বিশ্বকাপের দলে ফেরানোর কথা ভাবছেন পাকিস্তান৷

বিশ্বকাপের প্রথম দল হিসেবে ইংল্যান্ডে আছে পাকিস্তান৷ বিশ্বকাপের ঠিক আগে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টি-২০ এবং পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলছে সরফরাজরা৷ একমাত্র টি-২০ ম্যাচে হারের পর পাঁচ ওয়ান ডে সিরিজের প্রথম তিন ম্যাচের পর ০-২ পিছিয়ে রয়েছে পাকিস্তান৷ ওয়ান ডে সিরিজে ব্যাটসম্যানরা পারফর্ম করলেও বোলিং ব্যর্থতা নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট৷ ফলে আমিরকে বিশ্বকাপের দলে ফেরানোর সিদ্ধান্ত নিতে চলেছেন পাক নির্বাচকরা৷

এই মুহূর্তে লন্ডনে রয়েছেন আমির৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলে রয়েছেন এই বাঁ-হাতি পেসার৷ কিন্তু চিকেন পক্সের জন্য লন্ডনে তাঁর চিকিৎসা চলছে৷ তবে ক্যাপ্টেন সরফরাজ ও কোচ মিকি আর্থারের সঙ্গে কথা বলে আমিরকে বিশ্বকাপের দলে ফেরানো সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে পাকিস্তান৷ টিম ম্যানেজমেন্টের আশা বিশ্বকাপের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন আমির৷

সুত্রের খবর, প্রধান নির্বাচক ইনজামাম-উল হক টিম ম্যানেজেমেন্টের সঙ্গে এ ব্যাপারে একমত৷ তবে তিনি চান বিশ্বকাপের আগে আমির সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুক৷ ৩০ মে থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হচ্ছে বিশ্বকাপ৷ আগামী দু’সপ্তাহের মধ্যে আমির সুস্থ হয়ে উঠলে ওকে বিশ্বকাপের দলে ফেরাতে কোনও অসুবিধা নেই বলে জানান ইনজামাম৷ বিশ্বকাপ অভিযান শুরুর আগে আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান৷

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ