আজকের শিরোনাম :

বিদায় কলকাতা, শেষ চারে হায়দরাবাদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০১৯, ০৮:১৬

বাঁচা-মরার লড়াইয়ে হেরেই গেল কলকাতা নাইট রাইডার্স। মুম্বাইয়ের বিপক্ষে রোববার আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা আর পারলো না শাহরুখ খানের দল। ৯ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতে গ্রুপের সেরা দল ধরে রাখলো মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতার হারে শেষ চারে উঠে গেল সানরাইজার্স হায়দরাবাদ।

মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোববার রাতের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুভমান গিল, ক্রিস লিন ও আন্দ্রে রাসেলের ঝড়ো ফিফটিতে মাত্র ২ উইকেটে ২৩২ রান করে কলকাতা। জবাবে হার্দিক পান্ডিয়া ব্যাটিং তাণ্ডব চালালেও তা যথেষ্ঠ ছিল না, ৭ উইকেটে ১৯৮ রানে থামে মুম্বাই।

টস হেরে ব্যাট করতে নেমে মুম্বাইকে কেবল ১৩৪ রানের লক্ষ্য দিয়েছিল কেকেআরের ব্যাটসম্যানরা। জবাবে ১৬.১ ওভারেই (২৩ বল হাতে রেখে) ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই।

কলকাতাকে বড় ব্যবধানে হারানোর ফলে মুম্বাইর সবচেয়ে বড় লাভ যেটা হলো, সেটা হচ্ছে শীর্ষে থেকেই শেষ চারে খেলতে যাচ্ছে তারা। চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালসের সঙ্গে পয়েন্ট সমান ১৮ করে হলেও রান রেটের কারণে সবার চেয়ে এগিয়ে মুম্বাই। দ্বিতীয় হলো চেন্নাই। তৃতীয় দিল্লি এবং ৬ পয়েন্ট কম নিয়ে, অর্থ্যাৎ ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে শেষ চারে উঠলো হায়দরাবাদ।

১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুইন্টন ডি কক আর রোহিত শর্মা মিলে ৪৬ রানের জুটি গড়েন। এ সময় ২৩ বলে ৩০ রান করে আউট হয়ে যান ডি কক। এরপর জয়ের জন্য বাকি কাজটুকু করে নেন রোহিত শর্মা আর সুর্যকুমার যাদব। ৪৮ বলে ৫৫ রানে রোহিত, ২৭ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন সুর্যকুমার যাদব।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মুম্বাইর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৭ উইকেট হারিয়ে কেবল ১৩৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় কেকেআর। ক্রিস লিন সর্বোচ্চ ৪১, রবিন উথাপ্পা ৪০ এবং নিতিশ রানা করেন ২৬ রান। সেই শুভমান গিল করেন মাত্র ৯ রান। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আন্দ্রে রাসেল পুরো নিষ্প্রভ। গোল্ডেন ডাক মেরে আউট হলেন তিনি।

লাসিথ মালিঙ্গা ৩৫ রান দিয়ে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন জসপ্রিত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়া।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ