আজকের শিরোনাম :

প্রথমবারের মত ৮০ দলের টি-২০ র‌্যাংকিং প্রকাশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০১৯, ১৯:২৭

প্রথমবারের মত ৮০ দলের টি-২০ র‌্যাংকিং প্রকাশ করলো ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গতকাল টেস্ট ও ওয়ানডের হালনাগাদ বার্ষিক র‌্যাংকিং প্রকাশ করে আইসিসি। টি-২০ ফরম্যাটের র‌্যাংকিং প্রকাশ করা হলো আজ। এই তালিকায় নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে পাকিস্তান। তাদের পয়েন্ট ২৮৬।

এরপর পঞ্চমস্থান পর্যন্ত রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত। এই চারদলই একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। দক্ষিণ আফ্রিকার ২৬২, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ২৬১ ও ভারতের পয়েন্ট ২৬০।

২২০ পয়েন্ট নিয়ে টেবিলের দশমস্থানে বাংলাদেশ। তাদের উপর আছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ।
র‌্যাংকিং-এ সর্বশেষ অর্থাৎ ৮০ নম্বর তালিকায় রয়েছে লেসথো তাদের পয়েন্ট শূন্য।

টি-২০ র‌্যাংকিং :
র‌্যাংকিং দল পয়েন্ট
১ পাকিস্তান ২৮৬
২ দক্ষিণ আফ্রিকা ২৬২
৩ ইংল্যান্ড ২৬১
৪ অস্ট্রেলিয়া ২৬১
৫ ভারত ২৬০
৬ নিউজিল্যান্ড ২৫৪
৭ আফগানিস্তান ২৪১
৮ শ্রীলংকা ২২৭
৯ ওয়েস্ট ইন্ডিজ ২২৬
১০ বাংলাদেশ ২২০

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ