আজকের শিরোনাম :

অবসর ঘোষণা স্প্যানিশ কিংবদন্তি জাভির

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০১৯, ১৭:২১

২১ বছরের দীর্ঘ পেশাদার কেরিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নিলেন কিংবদন্তি স্প্যানিশ ফুটবলার জাভি হার্নান্ডেজ৷ প্রাক্তন বার্সা তারকা সরকারীভাবে জানিয়ে দিলেন চলতি মরশুমের শেষেই বুটজোড়া চিরতরে তুলে রাখবেন৷ তবে জাভি এও জানিয়েছেন যে, ম্যানেজার হিসাবে ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকবেন তিনি৷

১৯৯৮ থেকে ২০১৫ পর্যন্ত বার্সেলোনার হয়ে পাঁচ’শোর বেশি ম্যাচ খেলার পর কাতারের আল সাদ ক্লাবে যোগ দেন জাভি৷ এই মুহূর্তে সেখানেই রয়েছেন তিনি৷ জাভি জানিয়েছেন, পেশাদার ফুটবলার হিসাবে এটাই তাঁর শেষ মরশুম৷ আল সাদকে আমীর কাপ চ্যাম্পিয়ন করে ফুটবলকে বিদায় জানাতে চান তিনি৷

নিজের অবসরের কথা জানিয়ে হাজ্রনান্ডেজ বলেন, ‘৩৯ বছর বয়স পর্যন্ত ফুটবল খেলতে পারাটা অন্যন্ত গর্বের৷ আমির কাপ চ্যাম্পিয়ন হয়ে এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপের পরর্বতী পর্যায়ে পৌঁছে কেরিয়ারে ইতি টানতে চাই৷ ফুটবলার হিসাবে এটাই আমার শেষ মরশুম৷ তবে ভবিষ্যতে নিজেকে ম্যানেজার হিসাবে দেখতে চাই৷’

দীর্ঘ কেরিয়ারে ৩২টি বড় ট্রফি জিতেছেন জাভি৷ বার্সেলোনার হয়ে আটটি লা লিগা জিতেছেন৷ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন চার বার৷ কোপা ডেল রে চ্যাম্পিয়ন হয়েছেন তিন বার৷ সুপারকোপা জিতেছেন ছ’বার৷ ইউরোপা লিগ জিতেছেন দু’বার এবং ফিফা ওয়ার্ল্ড ক্লাব কাপ জিতেছেন দু’বার৷ আল সাদ ক্লাবের হয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছেন চার বার৷

১৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে স্পেনের হয়ে পর পর তিনটি বড় টুর্নামেন্ট জিতেছেন জাভি৷ ২০০৮ ও ২০১২ সালে ইউরো চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও ২০১০ সালে ফিফা বিশ্বকাপও জয়ী দলের সদস্য ছিলেন তিনি৷

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ