আজকের শিরোনাম :

দিল্লিকে হারিয়ে শীর্ষে চেন্নাই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০১৯, ১১:৪৩

দুই দলেরই প্লে-অফ নিশ্চিত হয়ে গিয়েছে। এখন লড়াই শীর্ষে থেকে প্রথম পর্বটা শেষ করার। সেই লড়াইয়ে এগিয়ে গেল চেন্নাই সুপার কিংস। বুধবার দিল্লি ক্যাপিটালসকে ৮০ রানে হারিয়ে শীর্ষস্থান অনেকটাই পোক্ত করেছে চেন্নাই।

১৮০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকেছে দিল্লি ক্যাপিটালস। একটা প্রান্ত ধরে যা একটু লড়াই করেছে অধিনায়ক শ্রেয়াস আয়ার। কিন্তু সঙ্গে কেউই সঙ্গ দিতে পারেননি। ৩১ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় আয়ার যখন সাজঘরে ফিরেছেন, ৮৫ রানে ৮ উইকেট হারিয়ে তখন পরাজয় নিশ্চিত হয়ে গেছে দলের। দিল্লির ৯ ব্যাটসম্যানই দশের কোটা ছুঁতে পারেননি।

এর আগে সুরেশ রায়নার হাফ সেঞ্চুরি, এক ম্যাচ বিরতি দিয়ে ফেরা মহেন্দ্র সিং ধোনির ২২ বলে ৪৪ রানের ঝড়ে দিল্লির সামনে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলে চেন্নাই সুপার কিংস।

টস জিতে চেন্নাইকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় দিল্লি ক্যাপিটালস। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই শেন ওয়াটসনের উইকেট হারায় চেন্নাই। এরপর ফ্যাফ ডু প্লেসিকে নিয়ে জুটি গড়ে সুরেশ রায়না। ৮৩ রানের জুটি গড়ার পর থেমে যান তারা। ৪১ বলে ৩৯ রান করে আউট হন ডু প্লেসিস।

সুরেশ রায়না ৩৭ বলে ৮ বাউন্ডারি এবং ১ ছক্কায় ৫৯ রান করে আউট হন। ২২ বলে ৪ বাউন্ডারি এবং ৩ ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি। রবিন্দ্র জাদেজা ১০ বলে ২৫ রান করে আউট হন। ২টি করে বাউন্ডারি এবং ছক্কা মারেন তিনি।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ