আজকের শিরোনাম :

‘জার্সিকে যে পাকিস্তানের মনে করে, তার ওখানে থাকা উচিত’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০১৯, ০১:০৮

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, জার্সিতে বাংলাদেশ লেখা, টাইগারের ছবি, বিসিবির লোগে আছে, তারপরও কেউ যদি এটাকে বাংলাদেশ মনে না করে পাকিস্তান মনে করে, তার ওখানে (পাকিস্তানে) থাকা উচিত।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে এক সংবাদ সম্মেলনে নতুন জার্সির ডিজাইন প্রকাশের পর এসব কথা বলেন পাপন।

বিসিবির সভাপতি বলেন, যদি নীল রং দেওয়া হতো, তাহলে কি ইন্ডিয়ান হয়ে যেত। এটা বুঝতে পারছি না। একটাই কথা আমরা আসার পর সব সময় লালটা রেখেছিলাম। এবারই প্রথম আমরা লালটা বাদ দিয়েছি। যেহেতু আমাদের সুযোগ আছে সেহেতু আমরা লাল রং যোগ করে দিবো।

পাপন আরো বলেন, সোশ্যাল মিডিয়ায় বিতর্কের প্রেক্ষিতে আমরা নতুন ডিজাইন চূড়ান্ত করেছি। আইসিসি আমাদের নতুন ডিজাইন অনুমোদন করেছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ