আজকের শিরোনাম :

বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে বাংলাদেশের: মাশরাফি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৯, ১৮:৪৭

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের ট্রফি উচিয়ে ধরার সামর্থ্য তার দলের আছে। তবে বিশ্বকাপ জিততে হলে সঠিক সময়ে নিজেদের সেরাটা তুলে ধরতে হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৯ এপ্রিল) বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে সংবাদ সম্মেলনে আসেন মাশরাফি। যদিও ‘হোম অব ক্রিকেট’ এর সেই সংবাদ সম্মেলনে বিশ্বকাপ সম্পর্কিত প্রশ্নই ছিল বেশি।

বাংলাদেশ দলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে কি না, এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘প্রতি ম্যাচে যেন আমরা সেরাটা দিতে পারি তা নিশ্চিত করতে হবে। অনেক সময় সেরাটা দিয়ে হারলে পরেরদিন আরও ভালো করতে ইচ্ছা করে। বিশ্বকাপ জেতার সামর্থ্য অবশ্যই এই দলের আছে।’

তবে এখন পর্যন্ত বড় কোনো টুর্নামেন্ট জেতার অনভ্যাস সেমিফাইনাল বা ফাইনালের মত ম্যাচে বাংলাদেশের বাধা হয়ে দাঁড়াতে পারে বলেও মনে করেন মাশরাফি।

তিনি বলেন, ‘সর্বশেষ এশিয়া কাপ জিতলে এসব টুর্নামেন্ট জেতার অভ্যাস হতো, যা থাকা জরুরি। টুর্নামেন্ট একটি জিতলে তারপর থেকে সেমিফাইনাল ফাইনালের মত ম্যাচ জিততে সহজ জয়। আমাদের বিশ্বকাপ জেতার সামর্থ্য অবশ্যই আছে। তবে নির্ভর করছে আমরা কীভাবে পরিস্থিতি মোকাবেলা করছি তার উপর।’    

তিনি ছাড়া বিশ্বকাপ দলের বাকি ১৪ সদস্যের বিশ্বাস আছে কি না- এমনটি জানতে চাইলে মাশরাফির উত্তরে উঠে আসে সৌম্য সরকারের মত আলোচিত ক্রিকেটারের প্রসঙ্গ, ‘হ্যাঁ, বিশ্বাস আছে। আশা করি ভালো ফল করবে। আগেরবার সৌম্য আসার পর তাকে নিয়েও আস্থার প্রশ্ন উঠেছিল। এবার তো তার ৪ বছরের অভিজ্ঞতা আছে। সম্প্রতি রান করেছেৃ বলছি না ফর্মে আছে। ধারাবাহিকতা থাকলে বলা যেত ফর্মে আছে, সাকিব-তামিম-মুশফিক-রিয়াদের মত। তবে সৌম্যরা বেশ সামর্থ্যবাণ। আশা করি বিশ্বকাপ ও আয়ারল্যান্ডে ভালো করবে।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ