আজকের শিরোনাম :

বোর্ড সভাপতির ফোন পেয়েও আসেননি সাকিব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৯, ১৮:৪২

বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে সোমবার (২৯ এপ্রিল) ছিল টাইগারদের প্রস্তুতির শেষদিন। এদিন বিশ্বকাপের জার্সি উন্মোচনের পাশাপাশি হয় অফিসিয়াল ফটোশুট। অথচ এতে অনুপস্থিত ছিলেন ওয়ানডে দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান।

আর সাকিব না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন, ফটোশুটে থাকার জন্য ফোন করা হলেও সাকিবকে আসেননি।
 
নাজমুল হাসান বলেন, ‘দুঃখজনক, আর কী বলবোৃ আমি এসেই জিজ্ঞেস করেছি। এমনকি আমি এখানে যখন ঢুকি তখন তাকে ফোন করেছিলাম। জিজ্ঞেস করলাম- কোথায় তুমি? বলল- আমি তো চলে এসেছি। ও যে দেশে এসেছে আমি জানিও না, পত্রিকায় পড়েছি। সাকিব বলল, আপনার বাসায় আসব রাতে। আমি বলেছি, এখন একটু দেখা হোক। বলল, আমি তো বেরিয়ে গেছি।’    

টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সাকিবকে ফটোসেশনের ব্যাপারে অবহিত করা হয়েছিল বলেও জানান বোর্ড সভাপতি।

বিশ্বকাপের অফিসিয়াল ফটোশুটে না থাকা সাকিবের জন্য ‘দুর্ভাগ্য’ উল্লেখ করে নাজমুল আরও বলেন, ‘আমার মনে হয় টিমের অন্যরা এতদিনে অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক, এছাড়া আর কী বলব। আমি মনে করি এটা সাকিবের জন্য দুর্ভাগ্য। বিশ্বকাপ টিম যাচ্ছে এটার সঙ্গে যে থাকতে পারল না, সেটা আমি মনে করি ওরই কপাল খারাপ।’

সাকিবের এমন আচরণে ক্ষুব্ধ বোর্ড সভাপতি চেপে রাখতে পারেননি ক্ষোভও। ‘টিম যখন পরশু চলে যাচ্ছে তাই এটা নিয়ে এখন আর কিছু বলতে চাচ্ছি না।’ 

সোমবার (২৯ এপ্রিল) ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের ইংল্যান্ড বিশ্বকাপের জার্সি উন্মোচন করা হয়। এই জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান। জার্সি উন্মোচনের পর দলের আনুষ্ঠানিক ফটোশুটেও অনুপস্থিত ছিলেন তিনি। যদিও স্কোয়াডের বাকি ১৪ সদস্যের সবাই-ই ছিলেন।

অনুশীলন ক্যাম্পের শেষদিন অনুশীলনেও ছিলেন না একদিন আগে আইপিএল থেকে দেশে ফেরা সাকিব। দলের অনুশীলন শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতে জার্সি তুলে দিয়ে বিশ্বকাপের অফিসিয়াল জার্সি উন্মোচন করেন। এরপর সেই জার্সি গায়ে জড়িয়ে অফিসিয়াল ফটোশুটে অংশ নেন সাকিব ছাড়া বিশ্বকাপ স্কোয়াডের বাকি ১৪ জন ক্রিকেটার।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ