আজকের শিরোনাম :

ভায়েকানোর মাঠে রিয়ালের হার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৯, ১১:৩২

আগের ম্যাচে গেতাফের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার অবনমনে চলে যাওয়া রায়ো ভায়েকানোর বিপক্ষে হার নিয়ে ফিরেছে জিনেদিন জিদানের দল।

স্প্যানিশ লা লিগায় গতকাল রাতে এস্তাদিও ডি ভ্যালেকাসে রায়ো ভায়েকানোর বিপক্ষে খেলতে নামে রিয়াল। প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে হেরেছে লস ব্লাঙ্কোসরা। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন অদ্রি এমবারবা।

ম্যাচের পঞ্চম মিনিটে মার্সেলোর ২৫ গজ দূর থেকে নেওয়া বাঁকানো শট ফেরান ভায়েকানোর গোলরক্ষক। এর পর থেকে রিয়ালের রক্ষণের ভীতি ছড়াতে থাকে স্বাগতিকরা। ১০ মিনিটে হোসে আনহেল পোসোর শট ফিরিয়ে রিয়ালের ত্রাতা থিবো কোর্তোয়া। ৮ মিনিট পর পোসোর আরেকটি প্রচেষ্টাও ফেরান বেলজিয়ান এই গোলরক্ষক।

২৩তম মিনিটে সফল স্পট কিকে আদ্রি এমবারবা ভাইয়েকানোকে এগিয়ে নেন। ডি-বক্সে হাভি গেররাকে হেসুস ভাইয়েহো ফাউল করলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। অবশ্য ভাইয়েকানোর আক্রমণ ফিরিয়ে প্রতিআক্রমণে রিয়ালের বেল সুযোগ নষ্ট করার পর ভিএআরের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রেফারি।

৩৯তম মিনিটে বেলের বাড়ানো বল ধরে মারিয়ানো জাল খুঁজে নিলেও অফসাইডের কারণে গোল হয়নি। প্রথমার্ধে সমতায় ফেরা হয়নি রিয়ালেরও।

আগের ম্যাচে গেতাফের সঙ্গে ড্র করে আসা রিয়ালের আক্রমণে দ্বিতীয়ার্ধেও ছিল না প্রত্যাশিত ধার। ৫৬তম মিনিটে বেলের ফ্রি-কিক ফিস্ট করে ফেরান গোলরক্ষক। শেষ দিকে টনি ক্রুসও ফ্রি কিকে রিয়ালকে এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত গোল।

৩৫ ম্যাচে ২০ জয় ও ৫ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে লা লিগায় তৃতীয় স্থানে আছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৭৪। ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা এরই মধ্যে শিরোপা উৎসব সেরে নিয়েছে। 

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ