আজকের শিরোনাম :

মধ্যরাতে লেভান্তের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৯, ১৭:২০

শিরোপা উৎসবে মাতার ম্যাচে টেবিলের তলানির দল লেভান্তের মুখোমুখি হবে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে ম্যাচটি মাঠে গড়াবে পৌনে ১ টায়। ফ্রেঞ্চ কাপের ফাইনালে রেনের মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই। ম্যাচটি শুরু হবে রাত ১টায়। এদিকে শিরোপা জিতলেও, মর্যাদার ডার্বি ডি ইতালিয়ায় মুখোমুখি হবে য়্যুভেন্তাস ও ইন্টার মিলান। সান সিরো স্টেডিয়ামে দু'দলের মহারণ শুরু হবে রাত সাড়ে ১২টায়।

শেষ হচ্ছে অপেক্ষা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতেই তৈরি হচ্ছে শিরোপা উৎসবের উপলক্ষ্য। লা লিগায় ২৬তম শিরোপা ঘরের তোলার পথে বাঁধা তালানির দল লেভান্তে। অবশ্য ক্যাম্প ন্যু'তে নামার আগেও শিরোপাটা কাতালানদের হতে পারে, যদি রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে টেবিলের ২ নম্বরে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ হেরে যায়।

তবে এসব হিসেবে নিকেষের চিন্তা না করে ঘরের মাঠে আরো একটা জয় নিশ্চয়ই দলকে উজ্জীবিত করবে, অন্তত আসছে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লিভারপুলকে আতিথ্য দেয়ার আগে। আর তাই ভালভার্দে দল সাজাবে জয়ের জন্যই।

সামনের ইউসিএলের গুরুত্বপূর্ণ ম্যাচের কথা মাথায় রেখে নিয়মিত তারকাদের বিশ্রামে রাখতে পারেন কোচ। সেক্ষেত্রে মেসি, রাকিটিচ, আলবা, লেংলেটদের দেখা যাবে না শুরুর একাদশে। অনেকটা দ্বিতীয় স্তরের দল নিয়ে মাঠে নামলেও জয়ের ব্যাপারে আপোশহীন থাকবে কাতালনরা।

লিগ শিরোপা নিশ্চিত হয়েছে। এবার ফ্রেঞ্চ কাপের ১৩ তম শিরোপা ঘরে তোলার হাতছানি পিএসজির সামনে। যেখানে লিগের ১১ নম্বরে থাকা রেনে'কে পাচ্ছে প্রতিপক্ষ হিসেবে।

১৯ পয়েন্ট বেশি নিয়ে লিগে শিরোপা উৎসব করেছে প্যারিস সেন্ট জার্মেই। রেনের বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য পরিসংখ্যান থেকে আত্মবিশ্বাস খুজতে পারে টাচেলের দল। দলটির বিপক্ষে খেলা ১০ ম্যাচে মাত্র ১টিতেই হেরেছে জায়ান্টরা।

যদিও বেশ কিছু ইনজুরি সমস্যা রয়েছে পিএসজি শিবিরে। অনুশীলনে ব্যাথা পেয়ে মাঠ ছেড়েছেন এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগে অসদাচরণের জন্য ব্রাজিলিয়ান তারকা নেইমার নিষিদ্ধ হলেও খেলতে পারবেন এ ম্যাচে। দলের বাকি সদস্যদের ঠিকই পাচ্ছেন কোচ থমাস টাচেল। তাই শিরোপার দিকেই চোখ থাকবে ফরাসী জায়ান্টদের।

লিগ শিরোপা নিশ্চিত হয়েছে। তাই ম্যাচটা অনেকটা নিয়মরক্ষার সিরি'আ চ্যাম্পিয়ন য়্যুভেন্তাসের জন্য। তবে প্রতিপক্ষ যখন ইন্টার মিলান তখন ম্যাচটা পায় আলাদা গুরুত্ব। ডার্বি ডি ইটালিয়া যে মর্যাদার লড়াই।

সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে তুরিনের ওল্ড লেডিরা। এ মৌসুমে আগের দেখায় জয় তুলে নিয়েছে রোনালদোরা। দুর্দান্ত ছন্দে রয়েছেন পুর্তগিজ এই তারকা।

অন্য দিকে ছেড়ে কথা বলবে না ইন্টার মিলান। এর আগে ২০১৬ সাথে ঘরের মাঠে জুভদের বিপক্ষে ২-১ গোলের জয় রয়েছে তাদেরও। ইকার্দি, পেরিসিচ আছেন ছন্দে। তাই বলাই যায় দারুণ এক ম্যাচের অপেক্ষায় সমর্থকরা। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ