আজকের শিরোনাম :

কেন্দ্রীয় চুক্তিতেও ফিরলেন ওয়ার্নার-স্মিথ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০১৯, ২২:৪৬

আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপ উপলক্ষে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে জায়গা পেয়েছেন বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। সেইসাথে বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন এই দুইজন।

২০১৯-২০ মৌসুমের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া ২০ জন ক্রিকেটারদের সাথে নতুন করে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। গেল বছরের মার্চে বল ট্যাম্পারিং কেলেঙ্কারির পর কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছিলেন স্মিথ ও ওয়ার্নার।

আগের চুক্তি থেকে বাদ পড়েছেন যারা তারা হলেন- মিচেল মার্শ, ম্যাট রেনশ, অ্যাশটন অ্যাগার, কেন রিচার্ডসন, বিলি স্ট্যানলেক এবং অ্যান্ড্রু টাই। ডাক পেয়েছেন নাথান কাউল্টান নিল, মার্কাস হ্যারিস এবং অ্যাডাম জাম্পা।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা

স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, উসমান খাজা,প্যাট কামিন্স, নাথান কাউল্টার নিল, অ্যালেক্স ক্যারে, পিটার হ্যান্ডসকম্ব, মার্কস স্টইনিস, ট্রাভিস হেড, জশ হ্যাজেলউড, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, টিম পেইন, জেমস প্যাটিনসন, ঝাই রিচার্ডসন, , মিচেল স্টার্ক, মার্কাস হ্যারিস এবং অ্যাডাম জাম্পা।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ