আজকের শিরোনাম :

পাঞ্জাবকে হারিয়ে চলতি আইপিএলে কোহলির প্রথম জয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০১৯, ০৯:৩৫

শেষ পর্যন্ত চলতি আইপিএলে পয়েন্ট টেবিলে খাতা খুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ মোহালিতে পাঞ্জাবের ছুঁড়ে দেওয়া ১৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে চার বল বাকি থাকতে ৮ উইকেটে জয় পেল আরসিবি৷ চলতি মৌসুমে লিগের সপ্তম ম্যাচে এসে প্রথম জয়ের মুখ দেখল কোহলির দল৷ অন্যদিকে মৌসুমে এই প্রথম নিজেদের ডেরায় ম্যাচ হারল অশ্বিনের পাঞ্জাব৷ কাজে এল না গেইলের ৯৯* রানের ইনিংস৷

রান তাড়া করতে নেমে ৫৩ বলে ৬৭ রানে লড়াকু ইনিংস খেলে এদিন জয়ের ভিত গড়ে দেন বিরাট৷ ওপেনিংয়ে নেমে ৮টি বাউন্ডারির সাহায্যে ইনিংস সাজান আরসিবি কাপ্তান৷ ৩৮ বলে ৫৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে ফিনিশারের ভূমিকা পূরণ করেন দলের তারকা ব্যাটসম্যান এবিডি৷ ডিভিলিয়ার্সকে সংগত দিয়ে ১৬ বলে ২৮ রানে অপরাজিত থেকে ম্যাচ জিততে সাহায্য করেন মার্কাস স্টোয়েনিস৷

ম্যাচ জেতানো ৫৯ রানের সুবাদে ম্যাচের সেরা হয়েছেন ডিভিলিয়ার্স৷ এবিডি’র ইনিংস সাজানো ৫টি চার ও ২টি ছয় দিয়ে৷ উনিশের আইপিএলে, পয়েন্ট টেবিলে খাতা খুলতে পারার বোলারদের কৃতিত্ব দিলেন কোহলি৷ পাঞ্জাবের মতো শক্তিশালী ব্যাটিং দলকে ১৭০ রানের ঘরে আটকে রাখায় দলের বোলিং বিভাগকে ধন্যবাদ দেন আরসিবি অধিনায়ক৷

গেইল ৯৯* রানের মারকাটারি ইনিংস খেললেও পাঞ্জাবের অন্য ব্যাটসম্যানরা এদিন দ্রুত রান তুলতে পারেনি৷ পাওয়ার প্লে’র পর থেকে আরসিবি’র হয়ে চাহাল, মইন আলি ও নবদীপ সাইনিরা কৃপণ বোলিং করেন৷ সেই সঙ্গে ধারাবাহিকভাবে উইকেট তুলে নিয়ে আরসিবি’র বোলিং ইউনিট পাঞ্জাবের রানের গতি কমিয়ে দেয়৷

কিংসদের ১৭৩ রানের জবাবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই ঝুঁকিহীন ক্রিকেট খেলে ম্যাচ জিতে নেয় আরসিবি৷ ওপেনিংয়ে কোহলি-পার্থিবের জুটিতে ওঠে ৪৩ রান৷ অশ্বিনের শিকার হয়ে পার্থিব ১৯ রানে ফিরলেও রান চেজে কোনও রকম চাপ তৈরি হতে দেননি বিরাট৷ এবিডি’কে সঙ্গী করে ৮৫ রানের পার্টনারশিপে জয়ের রাস্তা পাকা করেন অধিনায়ক৷ ৬৭ রানের ইনিংস শেষে শামির বলে কোহলি উইকেট হারালেও শেষ পর্যন্ত কোনও অঘটন ঘটতে দেননি ‘মিস্টার ৩৬০’৷ স্টোয়েনিসকে সঙ্গী করে দলকে এই মৌসুমের প্রথম জয় উপহার দেন ডিভিলিয়ার্স৷

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ