আজকের শিরোনাম :

ইউরোপা লিগের শেষ আটে আর্সেনালের জয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯, ০০:২৭

গত ম্যাচে এভারটনের কাছে হেরে প্রিমিয়ার লিগে প্রথম চারে থাকার লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছে গানার্সরা। তাই আগামি বছর চ্যাম্পিয়ন্স লিগ খেলার প্রশ্নে ইউরোপা লিগেও পাখির চোখ আর্সেনালের। সেই লক্ষ্যে ইউরোপা লিগে ইতালি জায়ান্ট নাপোলির বিরুদ্ধে জয়ে ফিরল ইউনাই এমেরির ছেলেরা। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পরিষ্কার ২-০ গোলে জয় তুলে নিল আর্সেনাল।

চলতি মৌসুম শেষে আর্সেনাল জার্সি ছেড়ে তুরিনে পাড়ি দেবেন ওয়েলস মিডফিল্ডার অ্যারন রামসে। কিন্তু শেষবেলায় আর্সেনালের প্রতি দায়বদ্ধতা মুগ্ধ করছে অনুরাগীদের। এদিন ম্যাচ শেষে কোচ এমেরির মুখেও রামসে স্তুতি। রামসের নির্ভরযোগ্য ফুটবলে প্রথমার্ধে জোড়া গোলেই এদিন জয় নিশ্চিত হয়ে যায় গানার্সদের।

দুরন্ত পাসিং মুভমেন্ট থেকে ১৪ মিনিটে দলের হয়ে এদিন প্রথম গোলটি করে যান রামসে। প্রথমার্ধ জুড়ে আধিপত্য বজায় রাখার পাশাপাশি গানার্সরা দ্বিতীয় গোলটি তুলে নেয় ম্যাচে ২৫ মিনিটে। লুকাস টোরেইরার গোলমুখী শট এক্ষেত্রে এক নাপোলি ডিফেন্ডারের পায়ে লেগে প্রতিহত হয়ে তিনকাঠিতে প্রবেশ করে। আত্মঘাতী গোল হিসেবেই বিবেচিত হয় আর্সেনালের দ্বিতীয় গোল।

দ্বিতীয়ার্ধে ম্যাচে কিছুটা কামব্যাক করে নাপোলি। জোড়া গোলের সুবর্ণ সুযোগও চলে আসে তাদের কাছে। কিন্তু সুযোগ নষ্টের কারণে ম্যাচে ফেরা হয়নি সিরি-‘এ’র সেকেন্ড বয়দের। গোলদুর্গ অক্ষত রেখে দু’গোলের অ্যাডভান্টেজ নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। আগামী সপ্তাহে দ্বিতীয় লেগের আগে মঙ্গলবার প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের মুখোমুখি হবে গানার্সরা।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ