আজকের শিরোনাম :

ভাঙা হাতে ব্যাটিং করে পুরস্কার পেলেন তামিম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০১৯, ০১:০৫

বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) “কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডে ২০১৮” নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। এছাড়া বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন শ্যুটার আবদুল্লাহ হেল বাকী।

গত শনিবার (৬ এপ্রিল) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

২০১৮ সালে বর্ষসেরা পপুলার চয়েজ অ্যাওয়ার্ডে তামিম ইকবালের নিবার্চিত হওয়ার পেছনে সব থেকে বেশি অবদান রেখেছে এশিয়া কাপে শ্রীলংকার বিরুদ্ধে দলের প্রয়োজনে এক হাতে ব্যাট করতে নামা। আর সেজন্যই ‘পপুলার চয়েজ অ্যাওয়ার্ড” নির্বাচিত হয়েছেন তিনি।

বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি এবার ১২টি বিভাগে পুরস্কার দিয়েছে। বর্ষসেরা ক্রীড়াবিদের দৌড়ে আবদুল্লাহ হেল বাকী পেছনে ফেলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম এবং নারী ক্রিকেটার রুমানা আহমেদকে। তবে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহীম। আর বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তপু বর্মণ।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ