আজকের শিরোনাম :

স্ত্রাসবুরের বিপক্ষে ফেল হোঁচট খেল পিএসজি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯, ১১:২৩

চলতি মৌসুমে প্রথম দেখায় স্ত্রাসবুরের মাঠে ড্রয়ে পয়েন্ট হারিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এবার ঘরের মাঠে এ দলটির বিপক্ষে আবারও হোঁচট খেল ফরাসি জায়ান্ট ক্লাবটি। লিগ ওয়ানে ফের ড্রয়ের ফলে শিরোপা জয়ের দৌড়ে একটু গতি কমেছে টমাস টুখেলের দলটির।

লিগ ওয়ানে রবিবার রাতের পার্ক দেস প্রিন্সেসে স্ত্রাসবুরকে স্বাগত জানায় পিএসজি। জমজমাট লড়াই উপহার দিলেও সফরকারীদের সঙ্গে ম্যাচটি শেষপর্যন্ত ২-২ গোলে ড্র হয়।

আক্রমণে এগিয়ে থাকায় ঘরের মাঠে ম্যাচের ১৩ মিনিটে এরিক মাক্সিম চুপো-মোটিংয়ের গোলে এগিয়ে যায় পিএসজি। ডিফেন্ডার কলিন ডাগবার পাস পেয়ে ডি বক্সে প্লেসিং শটে গোলের দেখা পান ক্যামেরুনের এ ফরোয়ার্ড।

তবে নিজেদের মাঠে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ২৬তম মিনিটে অতিথিদের সমতায় ফেরান কেপ ভার্দের ফরোয়ার্ড নুনো দা কস্তা। এর ১২ মিনিট পর অঁতনির দূরপাল্লার শটে ২-১ গোলে এগিয়ে যায় স্ত্রাসবুর।

সমতায় ফিরতে বিরতির পর আক্রমণের গতি বাড়ায় পিএসজি। ম্যাচের ৭০তম মিনিটে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি দলটি। দানি আলভেজের বাইসাইকেল কিক ক্রসবারে বাধা পায়। তবে ম্যাচের ৮২তম মিনিটে সমতায় ফেরে ফ্রান্সের সেরা ক্লাবটি। এসময় উলিয়ান ড্রাক্সলারের কর্নারে হেডে অতিথিদের জালে বল পাঠান টিলো কেরার। ম্যাচের বাকি সময়ে আর গোল না পাওয়ায় চলতি মৌসুমে তৃতীয়বারের মতো পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

লিগে এমন ড্রয়ের পর ৩০ ম্যাচ শেষে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ বেশি খেলা লিল ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ