আজকের শিরোনাম :

ক্রিকইনফোর চোখে বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ একাদশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০১৯, ১৯:৪৪

৩০ মে থেকে শুরু হচ্ছে আইসিসি বিশ্বকাপ ২০১৯। বিশ্বসেরার লড়াইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন। বিশ্বকাপ শুরুর আগে অংশগ্রহণকারী দশ দলের স্কোয়াড কেমন হবে তা নিয়ে শুরু হয়েছে নানা হিসেবে নিকেশ। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো সব দলের সম্ভাব্য স্কোয়াড কেমন হতে পারে সেটা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াড সম্পর্কে লিখেছেন ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম। ক্রিকইনফোর মতে এবারের বিশ্বকাপে বাংলাদেশ তাঁদের সম্ভাব্য সেরা দল নিয়ে যাচ্ছে ইংল্যান্ডে। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা বাংলাদেশ দল ২০১৯ বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ভালো কিছু করার উদ্দেশ্যেই যাবে ইংল্যান্ডে।

তবে ইনজুরি আক্রান্ত মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ কপালের ভাঁজ বাড়াচ্ছে।

কিছুদিন আগেই বিশ্বকাপে বাংলাদেশের ১৫ জনের স্কোয়াডে কারা কারা থাকবেন তা বলে দিয়েছিলেন বিসিবির প্রধান নাজমুল হাসান পাপন। সেখানে তিনি ইমরুল কায়েসের নাম বলেননি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ডগড়া সিরিজ কাটানো ইমরুল কায়েসকে সম্ভাব্য স্কোয়াডে রেখেছে ক্রিকইনফো।

ক্রিকইনফোর চোখে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড:

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও ইমরুল কায়েস।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ