আজকের শিরোনাম :

টুইটারে আইসিসির বাংলাদেশ স্মরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০১৯, ০০:১৯

বিশ্বকাপের উন্মাদনায় বুদ হতে শুরু করেছে ক্রিকেট খেলুড়ে দলগুলো। ৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেট নিয়ে চলছে নানা চুলচেরা বিশ্লেষণ। বড় বড় দলের পাশাপাশি বাংলাদেশকে নিয়ে কিংবদন্তি ক্রিকেটাররা আলোচনা করছেন।

মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ দলকে নিয়ে টুইট করেছে। আইসিসির অফিসিয়াল পেজে ইংল্যান্ডকে হারানোর সেই ভিডিওচিত্র আপলোড করা হয়।

ভারত-অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলোও এখন বাংলাদেশকে ব্যাপক সমীহ করে। বিশেষ করে বিগত বছরগুলোতে সাকিব-তামিম-মুশফিক-মোস্তাফিজদের নৈপুণ্য দেখেছে ক্রিকেট বিশ্ব।

সবশেষ ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের মতো ফেবারিট দলকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ দল। রুদ্ধশ্বাস ওই ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরির পর রুবেল হোসেনের দুর্দান্ত বোলিংয়ে ১৫ রানের নাটকীয় জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ।

সেই স্মৃতিকে স্মরণ করিয়ে দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় টুইট করেছে আইসিসি। ওই টুইটে সংযুক্ত করা ছবিতে দেখা যাচ্ছে, মাশরাফির নেতৃত্বে ক্রিকেটাররা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠ প্রদক্ষিণ করছেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ