আজকের শিরোনাম :

খুনের হুমকি পেয়ে ফোন নম্বর পরিবর্তন করলো রামোস!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০১৮, ১৪:০৭ | আপডেট : ০২ জুন ২০১৮, ১৪:১১

ঢাকা, ০২ জুন, এবিনিউজ : রামোসের কড়া ট্যাকেলের কারণে বিশ্বকাপে অনিশ্চিত মোহাম্ম্দ সালাহ৷ চোট গুরুতর না হলেও তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে মিরশীয় ফরোয়ার্ডকে৷ কাঁধের পেশিতে চোট পাওয়ায় বিশ্বকাপে মিশরের হয়ে প্রথম দুটি ম্যাচ সালাহার না-থাকার সম্ভাবনা তৈরি হয়েছে৷ আর এই চোটের জন্য যার দিকে ফুটবল বিশ্ব আঙুল তুলছে সেই রামোসও রয়েছে বেশ চাপে৷ স্প্যানিশ মিডিয়ায় প্রকাশিত খবর অনুয়ায়ী খুনের হুমকি পাচ্ছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক৷ একবার নয়, ফোনে বারবার খুনের হুমকি পেয়ে নাকি ফোন নম্বর পরিবর্তন করেছেন রামোস! যদিও ইতিমধ্যেই উড়ো ফোন কল নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ৷

শুধু তাই নয়, মিশরীয় সংবাদমাধ্যমে রামোসের তুমুল সমালোচনা করা হয়েছে৷ পাশাপাশি মিশরীয় এক আইনজীবী তার বিরুদ্ধে মোটা টাকার মামলা ঠুকে দিয়েছেন৷ মিশরের অলিতে গলিতে এখন রামোসের বিরুদ্ধে প্রতিবাদধ্বনি উঠতে শুরু করেছে৷

সালাহ’র দুরন্ত ফর্মে ভর করেই দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মূলপর্বের খেলার জায়গা করে নিয়েছিল মিশর৷ শুধু তাই নয় আসন্ন বিশ্বকাপের অন্যতম পোস্টার বয় ধরা হচ্ছে সালাহকে৷ রামোসের কড়া ট্যাকেলের খেসারত হিসেবে তাই সালাহ’র ছিটকে যাওয়া মেনে নিতে পারেনি মিশরীয়রা৷ সেই ক্ষোভের বসেই রামোসের বিরুদ্ধে অভিনব কায়দায় মামলা ঠুকে দিয়েছেন মিরশীয় আইনজীবী৷

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রথমার্ধে রামোসের কড়া ট্যাকেলে বিপজ্জনকভাবে মাটিতে আছড়ে পড়েন সালাহ৷ বাঁ-কাঁধে চোট গুরুতর থাকায় ম্যাচের মাঝপথেই ড্রেসিংরুমে ফিরে যান৷ শেষ পর্যন্ত লিভারপুলের বিরুদ্ধে রামোস অ্যান্ড কোম্পানি ম্যাচ জিতেছিল ৩-১ ব্যবধানে৷ ম্যাচে রিয়ালের হয়ে দুটি গোল করেন গ্যারেথ বেল৷ অন্য একটি গোল বেঞ্জেমার৷

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

এই বিভাগের আরো সংবাদ