আজকের শিরোনাম :

ব্রাজিলকে রুখে দিল পানামা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০১৯, ১০:৪৫

রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার পর টানা ৬ জয়ে নিজেদের সক্ষমতা জানান দিয়েছিল ব্রাজিল। কিন্তু ২০১৯ সালের শুরুটা ভালো হয়নি তাদের। দলের সেরা তারকা নেইমারকে ছাড়া খেলতে নেমে পানামার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ে হোঁচট খেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

পর্তুগালের পোর্তোয় শনিবার ম্যাচের শুরু থেকে একচেটিয়া বল দখলে রাখা ব্রাজিল ১৮ মিনিটে প্রথম সুযোগ পায়। ফিলিপে কৌতিনিয়োর দারুণ ক্রসে রবের্তো ফিরমিনোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৫ মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে বার্সেলোনা মিডফিল্ডার আর্থার মেলোর কোনাকুনি শট পোস্ট ঘেঁষে চলে যায়।

৩২তম মিনিটে গোলের অপেক্ষা শেষ হয় পাঁচবারের বিশ্বকাপজয়ীদের। ডান দিক থেকে কাসেমিরোর দারুণ এক ক্রস ছোট ডি-বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের ভলিতে বল ঠিকানায় পাঠান নেইমারের অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সিধারী পাকুয়েতা। ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের হাতে লেগে বল জালে জড়ায়। জাতীয় দলের হয়ে ২১ বছর বয়সী এসি মিলান মিডফিল্ডারের এটি প্রথম গোল।

চার মিনিট পরেই গোল শোধ করে পাল্টা জবাব দেয় পানামা। মাঝমাঠের কাছ থেকে সতীর্থের ফ্রি-কিকে বল ডি-বক্সে পেয়ে হেডে ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদেরসনের মাথার উপর দিয়ে জালে পাঠান ডিফেন্ডার আদোলফো মাচাদো।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয় র‌্যাঙ্কিংয়ে তিনে থাকা ব্রাজিল। ডান দিক থেকে ফাগনারের ক্রসে রিশার্লিসনের ভলি গোলরক্ষককে পরাস্ত করলেও ক্রসবারে বাধা পায়। ৭১তম মিনিটে কাসেমিরোর হেডও ক্রসবারে লেগে ব্যর্থ হয়। দুই মিনিট পর রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের বাঁকানো ফ্রি-কিক পোস্ট ঘেঁষে ভিতরে ঢুকতে যাচ্ছিল। দারুণ দক্ষতায় ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন পানামা গোলরক্ষক।

যোগ করা সময়ের শেষ দিকে দুদলই একটি করে ভালো সুযোগ পায়। তবে পার্থক্য গড়ে দিতে পারেনি কেউই।

আগামী মঙ্গলবার চেক রিপাবলিকের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে তিতের দল।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ