আজকের শিরোনাম :

এক ওভারে ৩৭ রান, ২৫ বলে সেঞ্চুরি!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০১৯, ০০:৩৬

গত ডিসেম্বরে এক চ্যারিটি টি-১০ ম্যাচে মাত্র ২৬ বলে সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের তরুণ ব্যাটসম্যান বাবর আজম। তখন যারা মনে মনে বলছিলেন ‘এ কীভাবে সম্ভব’ তারা এখন উইল জ্যাকসকে নিয়ে কী বলবেন? ইংল্যান্ডের এই ক্রিকেটার যে সেঞ্চুরি করেছেন মাত্র ২৫ বলে!

দুবাইয়ে কাল প্রাক-মৌসুম টি-১০ ম্যাচে আইসিসি একাডেমির মাঠে মুখোমুখি হয়েছিল ইংলিশ কাউন্টির দুই দল সারে ও ল্যাঙ্কাশায়ার। এই ম্যাচেই কীর্তিটা গড়েছেন উইল জ্যাকস। আর এতে কিছুটা আফসোসও হয়তো হচ্ছে ইংলিশ ক্রিকেটারের! প্রাক-মৌসুমের এই ম্যাচটি যে অফিশিয়াল রেকর্ড বইয়ের বাইরে। অর্থাৎ তার এই সেঞ্চুরি রেকর্ড হিসেবে লেখা থাকবে না কোথাও। তা না হলে তো বিশ্বরেকর্ডই হয়ে যেতো।

উইল জ্যাকস কাল ২৫ বলে সেঞ্চুরি করার পর থেমেছেন ১০৫ রানে। তার ৩০ বলের ইনিংসটিতে চারের মার ছিল ৮টি, ছক্কা ১১টি। এই ১১ ছক্কার ৬টি মেরেছেন এক ওভারেই অর্থাৎ ছয় ছক্কা। ছয় ছক্কার সেই ওভারে রান এসেছে মোট ৩৭ রান।

এমন বিধ্বংসী ইনিংস খেলার পর উইল জ্যাকস বলেছেন, ‘৯৮ রানের আগ পর্যন্ত সেঞ্চুরি নিয়ে ভাবিনি। সবকিছু খুব দ্রুত হয়ে গেল।’

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ