আজকের শিরোনাম :

জার্মানিকে রুখে দিল সার্বিয়া

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০১৯, ১১:৩৯

ম্যাচজুড়ে জার্মানির আধিপত্য ছিল স্পষ্টই। ঘরের মাঠে আক্রমণেও এগিয়ে ছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবু শেষ পর্যন্ত সার্বিয়ার বিপক্ষে ১-১ গোলের ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে জোয়াকিম লোর শিষ্যদের।

চেনা মাঠে ম্যাচের শুরু থেকেই ছন্দহীন ছিল জার্মানি। ফলে ১২ মিনিটে গোল খেয়ে বসে তারা। কর্নার থেকে হেডে স্বাগতিকদের জালে বল পাঠান সার্বিয়ার ফরোয়ার্ড ইয়োভিচ। ম্যাচের ২২তম মিনিটে সমতায় ফেরার সহজ সুযোগ পায়। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও তাকে পরাস্ত করতে পারেননি টিমো ভেরনার।

সমতায় ফিরতে দ্বিতীয়ার্ধের শুরুতে তিনটি পরিবর্তন আনেন লো। টানা আক্রমণ করতে থাকা স্বাগতিকরা অবশেষে ৬৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়। রয়েসের পাস থেকে ডান পায়ের জোরালো শটে সার্বিয়ার বল জালে পাঠান বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার গোরেটস্কা।

ম্যাচের যোগ হওয়া সময়ে লেরয় সানেকে বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সার্বিয়ার ফরোয়ার্ড মিলান পাভকোভ। তবে ম্যাচ শেষ হতে বেশি সময় বাকি না থাকায় আর কেনো বিপদ হয়নি সার্বিয়ার।

আগের বিশ্বকাপে চ্যাম্পিয়নস জার্মানি ২০১৮ সালে রাশিয়াতে গ্রু পর্ব থেকেই বিদায় নেয়। পরে উয়েফা নেশন্স লিগে হয় অবনমন। ২০১৮ সালে মোট ৬ ম্যাচে হারে তারা, নিজেদের ইতিহাসে এর আগে এক বছরে কখনোই এত ম্যাচে হারেনি দলটি। এবার সার্বিয়ার বিপক্ষে ড্রয়ে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়নদের শক্তির মানদ-টি আবারো উন্মোচিত হলো।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ