আজকের শিরোনাম :

কোহলির নেতৃত্বের কড়া সমালোচনা করলেন গম্ভীর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ০০:২৬

বিরাটের নেতৃত্বেই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে দাঁড়ি টেনেছেন গৌতম গম্ভীর৷ ইংল্যান্ডের বিরুদ্ধে গম্ভীরের খেলা শেষ দু’টি টেস্টে ভারতের ক্যাপ্টেন ছিলেন কোহলি৷ আইপিএলে যুযুধান ক্যাপ্টেন হিসাবে একে অপরের বিরুদ্ধে একাধিকবার লড়াই চালিয়েছেন৷ উত্তপ্ত কথাকাটাকাটিতেও জড়িয়েছেন দু’জনে৷ ক্রিকেটার হিসাবে বিরাট কোহলি সম্পর্কে অত্যন্ত শ্রদ্ধাশীল হলেও তার নেতৃত্ব নিয়ে মোটেও খুশি নন গম্ভীর৷

দ্বাদশ আইপিএলের ঠিক আগে কোহলির ক্যাপ্টেন্সির কড়া সমালোচনা করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার তথা কলকাতা নাইট রাইডার্সের জোড়া আইপিএলজয়ী প্রাক্তন অধিনায়ক৷ তবে সেটা জাতীয় দলের ক্ষেত্রে নয়, বরং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্যাপ্টেন বিরাটের ব্যর্থতাকে নিশানা করেন গোতী৷

গম্ভীরের স্পষ্ট মত, আইপিএলে রোহিত শর্মা বা মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ক্যাপ্টেন বিরাটের তুলনা করা মোটেও ঠিক নয়৷ কারণ সাফল্যের নিরিখে রোহিত ও ধোনি অনেক এগিয়ে কোহলির থেকে৷ গম্ভীর এও বলেন, আইপিএলে আরসিবিকে কোনও সাফল্য এনে দিতে না পারলেও ফ্র্যাঞ্চাইজি তার উপর আস্থা রাখায় কোহলির কৃতজ্ঞ থাকা উচিত৷

প্রাক্তন কেকেআর অধিনায়কের কথায়, বিরাটকে কৌশলী ক্যাপ্টেন বলে মনে হয় না আমার৷ ও এখনও আইপিএল জেতেনি৷ আইপিএল না জিতলে একজন ক্যাপ্টেন কতটা ভালো, তার বিচার করা সম্ভব নয়৷ ক্যাপ্টেনের রেকর্ডই বলে দেয় সে কতটা ভালো৷

গম্ভীর আরও জানান, গত সাত-আট বছর বিরাট আরসিবি’র নেতৃত্বে রয়েছে৷ ওর নেতৃত্বে দল কোনও ট্রফি জেতেনি৷ তার পরেও বিরাটে আস্থা রাখায় কোহলির কৃতজ্ঞ থাকা উচিত ফ্র্যাঞ্চাইজির উপর৷ কারণ খুব বেশি অধিনায়ক এমন সুযোগ পায় না৷সেদিক থেকে ও অত্যন্ত ভাগ্যবান৷

শেষে গম্ভীরের মত, রোহিত শর্মা বা ধোনির সঙ্গে বিরাটের নেতৃত্বের তুলনা করা ঠিক নয়৷ রোহিত ও ধোনি তিনবার করে আইপিএল চ্যাম্পিয়ন করেছে দলকে৷ কোহলি সেদিক থেকে অনেক পিছিয়ে৷

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ