আজকের শিরোনাম :

ভারতের হয়ে কোহলির নতুন মাইলস্টোন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০১৯, ০৯:৫৩

ব্যাট হাতে ক্রিকেটবিশ্ব শাসন করছেন বিরাট কোহলি৷ একের পর রেকর্ড ভেঙে নতুন করে ইতিহাসে নাম লিখছেন ভারত অধিনায়ক৷ শুক্রবার(৮ মার্চ) ধোনির শহর রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচেও মাইলস্টোন ছুঁলেন বিরাট৷ ভারত অধিনায়ক হিসেবে চতুর্থ ব্যাটসম্যান হয়ে ওয়ান ডে ক্রিকেটে ৪০০০ রানের মাইলস্টোন স্পর্শ করলেন কোহলি৷

বিরাটের আগে ভারত অধিনায়ক হিসেবে এই মাইলস্টোন টপকে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, মহম্মদ আজহারউদ্দিন এবং সৌরভ গাংগুলি৷ এদিন অজিদের বিরুদ্ধে ৩১৪ রান তাড়া করতে নেমে ব্যক্তিগত ২৭ রানে পৌঁছনোর পর ক্যাপ্টেন হিসেবে ৪০০০ রানের মাইলস্টোনে পৌঁছন কোহলি৷ ক্যাপ্টেন হিসেবে ৬৬টি ম্যাচে এই ল্যান্ডমার্ক ছুঁলেন দিল্লির তুর্কি৷ পাশাপাশি এদিন সেঞ্চুরি করে ভারত অধিনায়ক হিসেবে ১৯তম সেঞ্চুরির মালিক হলেন বিরাট৷ ওয়ান ডে ক্যারিয়ারে এটি ৪১তম সেঞ্চুরি কোহলির৷

ক্যাপ্টেন হিসেবে আগের ম্যাচেই রেকর্ড গড়েছেন বিরাট৷ সবচেয়ে কম ইনিংস খেলে ৯ হাজার রানের মাইলস্টোন টপকে যান কোহলি৷ মাত্র ১৫৯ ইনিংসে এই মাইলস্টোন ছুঁয়েছেন ভারত অধিনায়ক৷ প্রাক্তন অজি অধিনায়ক পন্টিং এই মাইলস্টোন টপকাতে নিয়েছিলেন ২০৩ ইনিংস৷ অর্থাৎ দ্রুততম ৯ হাজার রানের মাইলস্টোনে বিরাট৷

ক্যাপ্টেন কোহলি বিশ্বের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ৯ হাজার রানের গণ্ডি টপকেছেন৷ কোহলি ও পন্টিং ছাড়াও অধিনায়ক হিসেবে ৯ হাজার রানের মাইলস্টোন টপকেছেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক গ্রেম স্মিথ (২২০ ইনিংস), বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (২৫৩ ইনিংস), প্রাক্তন অজি অধিনায়ক অ্যালেন বর্ডার (২৫৭ ইনিংস) এবং প্রাক্তন কিউয়ি অধিনায়ক স্টিফেন ফ্লেমিং (২৭২ ইনিংস)৷

এদিন ধোনি, আজহারউদ্দিন ও সৌরভের সঙ্গে একাসনে বসলেন বিরাট৷ তার আগে ভারত অধিনায়ক হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ৪ হাজার রানের গণ্ডি টপকেছেন ধোনি৷ ২০০৭-২০১৮ এ সময়ে মোট ২০০টি ওয়ান ডে ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ধোনি৷ অধিনায়ক হিসেবে মাহির ব্যাট থেকে এসেছে ৬৬৪১ রান৷ তারপর রয়েছেন আজহারউদ্দিন (৫২৩৯)৷ যিনি ১৯৯০-১৯৯৯ পর্যন্ত ১৭৪টি ওয়ান ডে ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন৷ আর সৌরভ ১৯৯৯ থেকে ২০০৫ পর্যন্ত ১৪৭টি ওয়ান ডে ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়ে করেছেন ৫০১৪ রান৷

জানুয়ারি, ২০১৭ ধোনি সীমিত ওভারের ক্রিকটে নেতৃত্ব ছাড়ার পর টেস্টের পাশাপাশি ওয়ান ডে এবং টি-২০ ফর্ম্যাটেও বিরাটের হাতে টিম ইন্ডিয়ার নেতৃত্বের ব্যাটন ওঠে৷ কোহলির নেতৃত্বে ২০১৭ ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠে ভারত৷ তার পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে ভারতকে ওয়ান ডে সিরিজে জেতান বিরাট৷ কোহলির নেতৃত্বেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ জেতে ভারত৷

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ