আজকের শিরোনাম :

ওয়েলিংটন টেস্টের প্রথম দিন ভেস্তে গেল বৃষ্টিতে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০১৯, ১৮:৩৩ | আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১৮:৩৬

এমনিতেই সময়টা বাংলাদেশের মানুষের জন্য উপযুক্ত না। ভোর চারটা থেকে শুরু হয় খেলা। তার উপর যদি বৃষ্টি হানা দেয় তাহলে সেটা রাত জাগা ক্রিকেট পাগলদের জন্য দুর্ভোগেরই। হ্যামিল্টনে প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছিল ৫২ রান ও ইনিংস ব্যবধানে। তবু ওয়েলিংটন টেস্টের জন্য আশা জাগিয়েছিল  শেষ ইনিংসে মাহমুদুল্লাহ আর সৌম্য সরকারের দুই শতক। আজ ভোর চারটায় মাঠে নামার কথা ছিল দুই দলের, কিন্তু টস দেয়াই হয়ে উঠেনি বৃষ্টির কারণে।

অপেক্ষা করতে করতে প্রথম দিন ভেসে গেলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথমদিন। সকাল থেকে টানা বৃষ্টির কারণে বিকেল ৩টার দিকে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি ডেভিড বুন।

মাঠে পানি জমে যাওয়ায় আম্পায়ার ও ম্যাচ রেফারি জানান, মধ্যাহ্ন বিরতি পর্যন্ত অপেক্ষা করবেন তারা। এরপরও খেলা শুরু করা না গেলে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হবে। শেষ পর্যন্ত সেটিই হয়েছে। টানা বৃষ্টিতে যে পরিমাণ পানি জমেছিল তাতে বৃষ্টি বন্ধ হলেও বাকি সময়ে খেলার জন্য মাঠ উপযোগী করে তোলাটাই দুষ্কর হয়ে পড়তো। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ