আজকের শিরোনাম :

২৪ রানে অলআউট হয়ে ওমানের রেকর্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩১

স্কটল্যান্ডের বিপক্ষে লিস্ট-এ ম্যাচে মাত্র ২৪ রানে গুটিয়ে যায় ওমানের ইনিংস। মঙ্গলবার(১৯জানুয়ারি) আল-আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে লিস্ট-এ ক্রিকেটে চতুর্থ সর্বনিম্ন রানের রেকর্ডটি এখন তাদের। দলের পক্ষে সর্বোচ্চ ১৫ রান আসে খাওয়ার আলীর ব্যাট থেকে। বাকি কেউ ডাবল ফিগার করতে পারেননি আর শূন্য রানে পাঁচজন আউট হয়েছেন ।

ব্যাট করতে নেমে পাঁচ ওভার শেষে ওমানের স্কোর দাঁড়ায় চার উইকেটে ৮ রান। প্রথম তিন ব্যাটসম্যান রানের খাতা খুলার আগেই সাজঘরে ফিরে যান। আলীর ব্যাটিংয়ে তাদের দলীয় রান ২০-এর কোটা পার হয়। সপ্তম ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হন দলের রান তখন ২২। এরপর মাত্র ২ রান যোগ করতেই বাকি তিন উইকেট হারিয়ে মাত্র ২৪ রানে অলআউট হয় ওমান। যা ৩.২ ওভারে বিনা উইকেটে জয় তুলে নেয় স্কটল্যান্ড।

এ নিয়ে দ্বিতীয়বার মতো লিস্ট-এ’র ম্যাচে ৪৫ রানের নিচে অলআউট হল ওমান। এর আগে ২০০৫ সালে আইসিসি ট্রফির ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ১৩৫ রান তাড়া করতে নেমে ৪১ রানে গুটিয়ে যায় তারা।

লিস্ট-এ ম্যাচে দলীয় সর্বনিম্ন রানের রেকর্ডটি হলো ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের। ২০০৭ সালে বার্বাডোজের বিপক্ষে ১৪.৩ ওভারে মাত্র ১৯ রানে অলআউট হয় তারা।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ