আজকের শিরোনাম :

মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০১৮, ১০:৪১ | আপডেট : ৩০ মে ২০১৮, ১৩:২২

ঢাকা, ৩০ মে, এবিনিউজ : গতকাল মঙ্গলবার রাতে হাইতির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে হাইতিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।

আলবার্তো আর্মান্দোতে ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। আর্জেন্টিনার জিওভানি লো সেলসোকে হাইতির ডি বক্সের মধ্যে ফাউল করেন হাইতির রিকার্ডো আদে।  রেফারি তাকে হলুদ কার্ড দিয়ে পেনাল্টি দেন আর্জেন্টিনার পক্ষে । লিওনেল মেসির নেয়া পেনাল্টি শট হাইতির গোলরক্ষক জনি প্লাসিড এর হাতে লেগে জালে জরায় । প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে আর্জেন্টিনা।

বিরতির পর পরই আরো দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। ম্যাচের ৫৮ মিনিটে বল জালে পাঠিয়ে দলকে ২-০ তে এগিয়ে নিয়ে যান এই আর্জেন্টাইন তারকা।

৬৬ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যান মেসি। এ সময় ডি বক্সের বামপ্রান্তে হাইতির দুজন খেলোয়াড়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে সফল হয়ে বল বাড়িয়ে দেন ডি বক্সের মধ্যে থাকা আনমার্ক মেসিকে। বল পেয়েই মেসি শট নেন। বল হাইতির রক্ষণভাগের একজন খেলোয়াড়ের পায়ে লেগে উঁচু হয়ে জালে আশ্রয় নেয় (৩-০)।

ম্যাচের ৬৯ মিনিটে মেসির বাড়িয়ে দেয়া বলে সার্জিও আগুয়েরো হাইতির গোলরক্ষকের মাথার উপর দিয়ে শট নিয়ে জালে পাঠিয়ে দেন।  আগুয়েরোর গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। অবশেষে ম্যাচ শেষে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

 

এবিএন/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ