আজকের শিরোনাম :

খেলার মাঠে পাকিস্তানকে ধাক্কা দিল ভারত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩০

কাশ্মীরে ভারতীয় জওয়ানদের উপর জঙ্গি হামলার ঘটনায় কড়া পদক্ষেপের দাবিতে ফুঁসছে গোটা দেশ৷ পুলওয়ামা সন্ত্রাসের ঘটনায় শহীদ হয়েছেন ৪০ ভারতীয় জওয়ান৷ দেশ জুড়ে এখন শোকের ছায়া৷ ঘটনার তীব্র নিন্দায় ফেটে পড়েছে সবমহল৷ প্রশাসনের পক্ষ থেকেও জঙ্গি দমনে কড়া ব্যাবস্থার আশ্বাস দেওয়া হয়েছে৷ এমন পরিস্থিতি ক্রিকেটের বাইশ গজে পাকিস্তানকে ধাক্কা দিল ভারত৷

আইপিএলের ঢঙে পাকিস্তানে জনপ্রিয় টি-২০ ক্রিকেটযুদ্ধ পাকিস্তান সুপার লিগ৷ সেই পিএসএলের ভারতীয় সম্প্রচারের দায়িত্বে ছিল ডি স্পোর্টস৷ পুলওয়ামায় ভারতীয় সিআরপিএফ জওয়ানদের উপর জঙ্গি হামলার পর ভারতে পাকিস্তানের লিগ সম্প্রচারের বয়কট করেছে ভারতীয় স্পোর্টস চ্যানেল৷ বৃহস্পতিবারে জঙ্গি হানার ঘটনার প্রতিবাদে এই কঠোর সিদ্ধান্ত বলে সম্প্রচারকারী সংস্থা জানিয়েছে৷ দুবাইয়ে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগের পরবর্তী সময়ের সব ম্যাচ ভারতে সম্প্রচার বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ডি স্পোর্টস৷

ভারতীয় স্পোর্টস চ্যানেলের সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাত থেকে পাকিস্তানের লিগ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়৷ যদিও একযোগে একাধিক দেশে সম্প্রচার চলার কারণে প্রযুক্তিগত সমস্যায় সেদিন ভারতে এই লিগের সম্প্রচার বয়কট করা যায়নি৷ শনিবার এরপর লিগের ম্যাচ দেখানো বন্ধ করা হয়েছে৷ পিএসএলের এবার চতুর্থ বছর৷ ভারতে সম্প্রচার বন্ধ হওয়ায় টিভি সম্প্রচার থেকে মুনাফার ক্ষেত্রে পাকিস্তানের ক্রিকেট লিগ জোর ধাক্কা খেল বলা চলে৷

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ