আজকের শিরোনাম :

এখনও সিরিজ জেতা সম্ভব: মিরাজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১১

ওয়ানডে সিরিজে ১-০ তে পিছিয়ে বাংলাদেশ। শনিবার (১৬ ফেব্রু.) বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সিরিজ বাঁচাতে মরিয়া টাইগাররা। মেহেদী হাসান মিরাজ মনে করেন, বাকি দুই ম্যাচে জিতে এখনো সিরিজ জেতা সম্ভব। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই সিরিজটা জেতা সম্ভব। বাকি দুইটা ম্যাচ জিততে হবে। কালকের (শনিবার) ম্যাচটা তাই খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা যদি আমরা জিততে পারি, তাহলে পরের ম্যাচটায় অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে নামতে পারব। ’

নিউজিল্যান্ডের বিপক্ষে ১১টি ওয়ানডে খেলে সব কটিতেই হেরেছে বাংলাদেশ। সফরের প্রথম ওয়ানডেতে তো রীতিমতো কিউইদের কাছে উড়ে গেছেন টাইগাররা। তামিম, লিটন, মুশফিক, মাহমুদউল্লাহদের ব্যাটিং ব্যর্থতার কারণে নেপিয়ারে ৮ উইকেটে হারের তিতকুটে স্বাদ পেতে হয় মাশরাফিদের।

তবে ক্রাইস্টচার্চে ভালো কিছুর প্রত্যাশা ব্যক্ত করেছেন মিরাজ। তিনি মনে করেন,প্রথম ১০ ওভারের পাওয়ার প্লেটাই আসল। বলেন, ‘গত ম্যাচে দেখেন, উইকেট পড়ার পরও রান কিন্তু ঠিকই হয়ে যাচ্ছিল। আমি মনে করি, একটা বড় রান দরকার। ব্যাটসম্যানরা বড় স্কোর দিতে পারলে বোলারদের কাজটা একটু সহজ হয়। তখন আমরা অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে বোলিং করতে পারব।’

বাংলাদেশ দলে কোনো পরিবর্তন হলে সেটি বোলিং বিভাগেই হবে। বিশে করে পেস ডিপার্টমেন্ট। সাইফউদ্দিন না রুবেল হোসেন—ম্যাচের আগে একাদশ নির্বাচনে প্রশ্ন ছিল এই একটাই। তবে এর চেয়েও বড় প্রশ্ন, ক্রাইস্টচার্চে নতুন গল্প লিখতে পারবে তো বাংলাদেশ!

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ