আজকের শিরোনাম :

ক্রাইস্টচার্চে সিরিজ বাঁচানোর লড়াই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৭

টপ অর্ডারে সাকিব আল হাসানের না থাকাটা ভুগিয়েছে বাংলাদেশকে। শুধু ব্যাটিংয়েই নয়, বোলিংয়েও সাকিবের বিকল্প ছিল না নেপিয়ারে। বিপিএলের ফাইনাল ম্যাচে ব্যাটিং করার সময় চোট পেয়ে শেষ মুহূর্তে বাদ পড়েছেন দেশসেরা এই অল-রাউন্ডার। শুধু সাকিব নন, অভাব বোধ হয়েছে তাসকিন আহমেদেরও। নেপিয়ারে সেদিন গতির ঝড় উঠাতে পারেনি টাইগার পেসাররা!

নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে টাইগাররা হেরেছে ৮ উইকেটে। বাকি আছে সিরিজের আরও দুই ম্যাচ। আগামীকাল ক্রাইস্টচার্চের হেগলি ওভালে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ।

সিরিজের প্রথম ম্যাচ জিতে আগামীকাল শনিবার দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজটা নিজেদের করে নিতে নিশ্চয় আপোষ করবে না কিউইরা আর বাংলাদেশও এতো সহজে চাইবে না দ্বিতীয় ম্যাচ হেরে সিরিজ খোয়াতে।

প্রথম ম্যাচে লকি ফার্গুসনের গড়ে ১৪০ কি.মি. গতির বোলিংয়ের কাছে পেরে উঠতে পারেনি টাইগাররা। নিয়মিত বিরতিতে উইকেট দিয়ে আসার মিছিলে মোহাম্মদ মিঠুনের ৬২ রানের ইনিংসই ছিল ভরসার।

জবাবে ব্যাটিংয়ে নেমে মার্টিন গাপটিলের একার শত রানের ইনিংসেই দিক হারায় টাইগার বোলাররা। যে কি না সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে চার ম্যাচে মোট রান করেছিলেন কেবল ৪৭!

বিশ্বকাপের আগে এই সিরিজটা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। অফ-ফর্মে থাকা গাপটিলের ফর্মে ফিরে আসা তো তারই ইঙ্গিত।

নিউজিল্যান্ড - মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন এবং ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ - তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি মুর্তজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ