আজকের শিরোনাম :

চতুর্থ বোলার হিসেবে অভিষেকেই পাঁচ উইকেট এম্বুলডেনিয়ার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০১

শ্রীলংকার চতুর্থ বোলার হিসেবে টেস্ট অভিষেকেই পাঁচ উইকেট নিলেন বাঁ-হাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া। ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় ইনিংসে ৬৬ রানে ৫ উইকেট নেন তিনি।

এর আগে শ্রীলংকার হয়ে অভিষেকেই পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছিলেন কোশালা কুরুপুয়ারাচ্চি উপুল চন্দনা ও আকিলা ধনঞ্জয়া।

১৯৮৬ সালে প্রথম এই কীর্তি গড়েন কুরুপুয়ারাচ্চি। পাকিস্তানের বিপক্ষে কলম্বো ক্রিকেট গ্রাউন্ডে ৪৪ রানে ৫ নিয়েছিলেন তিনি।

১৯৯৯ সালে শ্রীলংকার হয়ে দ্বিতীয়বারের মত কীর্তি গড়েন চন্দনা। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ১৭৯ রানে ৬ উইকেটে নিয়েছিলেন চন্দনা।

এরপর গেল বছর ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে ২৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন ধনঞ্জয়া।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ