আজকের শিরোনাম :

ক্রাইস্টচার্চে বাংলাদেশ একাদশে পরিবর্তনের ইঙ্গিত!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৫

নেপিয়ারে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে ১-০তে পিছিয়ে বাংলাদেশ। সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় ওয়ানডেতে ক্রাইস্টচার্চে মাঠে নামবে সফরকারীরা।  এ ম্যাচে প্রথম ওয়ানডের একাদশ থেকে একটি পরিবর্তন আসতে পারে। বোলিং বিভাগে শক্তি বাড়াতে ফিরতে পারেন রুবেল হোসেন। এ ক্ষেত্রে বাইরে চলে যেতে পারেন সাব্বির রহমান। এছাড়া দলে আর কোনো বদল আসার সম্ভাবনা তেমন নেই।

প্রথম ম্যাচে ওপেনার তামিম ইকবাল ও লিটস দাস দুজনই ব্যর্থ হয়েছিলেন। ব্যর্থ হলেও এই দুজনের প্রতি আস্থা রাখছে টিম ম্যানেজম্যান্ট। ওয়ানডাউনে নেমে দারুণ শুরু করেও ইনিংসটাকে বড় করতে পারেননি সৌম্য সরকার।  এই পজিশনে তিনিই থাকছেন।
তেমনিভাবে মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ রিয়াদ ব্যর্থ হলেও আগের ম্যাচের মত একই পজিশনেই খেলবেন। পাঁচ নম্বরে আগের ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন মোহাম্মদ মিথুন। ফলে ব্যাটিং অর্ডারের মাঝখানে থাকছেন তিনিই।

সাব্বিরকে বসিয়ে একাদশে বাড়তি পেসার হিসেবে রুবেল হোসেনকে জাযগা পেলে সাত নম্বর পজিশনে পরিবর্তন দেখা যাবে।  মেহেদি হাসান মিরাজ খেলবেন সাত নম্বরে আর সাইফউদ্দিন নামবেন আট নম্বরে।  গত ম্যাচে সাতে নামেন সাব্বির, আটে মিরাজ ও নয়ে খেলেন সাইফউদ্দিন।  সাব্বির বাদ পড়লে ব্যাটি অর্ডারে মিরাজ-সাইফের উন্নতি হলে নয় নম্বরে নামবেন মাশরাফি বিন মুর্তজা।

১০ম ব্যাটসম্যান হিসেবে খেলবেন রুবেল।  আবার একাদশ অপরিবর্তিত থাকলে সাইড বেঞ্চ গরম করবেন তিনি। এক্ষেত্রে সাতেই খেলবেন সাব্বির। তখন ব্যাটিং ক্রম হয়ে যাবে আগের মতোই। সবশেষে নামবেন মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান/রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।

এই বিভাগের আরো সংবাদ