আজকের শিরোনাম :

বিভিন্ন দেশের পতাকা বিক্রির হিড়িক

বিশ্বকাপে মাতোয়ারা গাইবান্ধার ফুটবল প্রেমিকরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০১৮, ১৭:৪৯

গাইবান্ধা, ২৯ মে, এবিনিউজ : বিশ্বকাপে মাতোয়ারা গাইবান্ধার ফুটবলপ্রেমিরা। দোকানে দোকানে হিড়িক পড়েছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা বিক্রির। এছাড়া ফুটপাতেও গড়ে উঠেছে পতাকা বিক্রির অস্থায়ী দোকান।

যদিও বিশ্বকাপ শুরু হবে ১৬ জুন থেকে। তারপরেও এখন থেকেই ঈদের কেনাকাটার পাশাপাশি ফুটবল ভক্তরা তাদের পছন্দের দলের পতাকা কিনতে ভীড় করছেন দোকানগুলোতে। শুধু শহরেই নয়, গ্রামাঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়েছে এই বিশ্বকাপ ফুটবল জ্বর। বাড়িতে, দোকানে ও হাট-বাজারের সর্বত্র উড়ছে বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা। গ্রামের হাট-বাজারের চায়ের দোকানগুলোতে এখন আলোচনার প্রধান বিষয়ই বিশ্বকাপ ফুটবল।

এ নিয়ে সমর্থক দলের মধ্যে তর্কযুদ্ধেও অবতীর্ণ হচ্ছে অনেকে। যদিও এবার বিশ্বকাপে ৩২টি দল অংশগ্রহণ করছে। তবুও ব্রাজিল এবং আর্জেন্টিনার ভক্ত সংখ্যাই বেশী হওয়ায় এ দুটি দলের পতাকা সবচাইতে বেশী বিক্রি হচ্ছে বলে দোকানীরা জানান।

এছাড়াও জার্মান, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড, জাপান, পর্তুগালের পতাকাও বিক্রি হচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়িতেও উড়তে দেখা যাচ্ছে। তবে বিক্রেতারা বলছেন খেলার দিন ঘনিয়ে আসার আগে আরো অনেক দেশের পতাকাই বিক্রি হবে বলে তারা আশা করছে।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ