আজকের শিরোনাম :

জয়ে ওয়ানডে সিরিজ শেষ করল ভারত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১১

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করল ভারত। রবিবার সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে কিউইদের ৩৫ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। এ জয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে ভারত। 

২০১৬ এবং ২০১৭ সালে নিজ মাঠের পর এবার সফরকারী হিসেবে এ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতলো টিম ইন্ডিয়া।

ওয়েলিংটনে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ভারত। আগের ম্যাচের মতো এবারও ইনিংসের শুরু থেকে ব্যাটিং-এ ধস নামে টিম ইন্ডিয়ার। ১৮ রান তুলতেই প্যাভিলিয়নে ফিরেন দলের চার ব্যাটসম্যান। অধিনায়ক রোহিত শর্মা ২, শিখর ধাওয়ান ৬, সুবমান গিল ৭ ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি ১ রান করে ফিরেন।

শুরুর ধাক্কাটা সামাল দিতে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েন আম্বাতি রাইদু ও বিজয় শঙ্কর। কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নিতে সক্ষম হন তারা। দলের স্কোর শতরানের কোটা পার করেন রাইদু ও বিজয় জুটি। তবে দলীয় ১১৬ রানে ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে উইকেট পতনের তালিকায় নাম তুলেন বিজয়। ৪টি চারে ৬৪ বলে ৪৫ রান করেন বিজয়। পঞ্চম উইকেটে ১৩৪ বলে ৯৮ রানের জুটি গড়েন তারা।

এর পর কেদার যাদবকে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন রাইদু। এখানেও সফল হয়েছেন রাইদু। হাফ-সেঞ্চুরি তুলে নিজের ইনিংস বড় করছিলেন এই ডান-হাতি ব্যাটসম্যান। এমন অবস্থায় সেঞ্চুরির স্বপ্ন দেখতে শুরু করেন রাইদু। কিন্তু নার্ভাস নাইন্টিতে থেমে যান রাইদু। ৮টি চার ও ৪টি ছক্কায় ১১৩ বলে ৯০ রান করেন তিনি। রাইদুর ফিরে যাবার কিছুক্ষণ বাদে যাদবও থেমে যান। ৪৫ বলে ৩৪ রান করেন তিনি। তবে শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। নিউজিল্যান্ড বোলারদের উপর চড়াও হয়ে মাত্র ২২ বল মোকাবেলায় পাঁচ ছক্কা ও দু ইবাউন্ডারিতে ৪৫ রান করেন তিনি। শেষ পর্যন্ত এক বল বাকি থাকতে ২৫২ রানে গুটিয়ে যায় ভারত। 

নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ৩৫ রানে ৪ ও ট্রেন্ট বোল্ট ৩৯ রানে ৩ উইকেট নেন।

জয়ের জন্য ২৫৩ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদেরও। ৩৮ রানে মধ্যে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। ব্যাট হাতে বড় ইনিংস খেলে দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন, টম লাথাম ও জেমস নিশাম। কিন্তু নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে দেননি ভারতীয় বোলাররা। ভারতের ম্যাচ জয়ের পথ পরিস্কার হয়ে যায়।

উইলিয়ামসন ৩৯, লাথাম ৩৭ ও নিশাম ৪৪ রান করে ফিরেন। তাদের বিদায়ে ১৭৬ রানে সপ্তম উইকেট হারায় নিউজিল্যান্ড। এতে দ্রুতই গুটিয়ে যাবার শংকায় পড়ে কিউইরা। কিন্তু শেষদিকে লোয়ার-অর্ডার ব্যাটসম্যানরা ছোট ছোট ইনিংস খেলে নিউজিল্যান্ডের স্কোর দুশ পার করেন। শেষ পর্যন্ত ২১৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের স্পিনার যুজবেন্দ্রা চাহাল ৪১ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন ভারতের রাইদু ও সিরিজ সেরা হন একই দলের মোহাম্মদ সামি।

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ৩ ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে দুদল।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ