আজকের শিরোনাম :

আগুয়েরোর হ্যাটট্রিকে আর্সেনালকে উড়িয়ে দিল ম্যানসিটি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৫

নিউক্যাসল ইউনাইটেডের কাছে হারের ধাক্কা ভুলে ঘুরে দাঁড়িয়েছে ম্যানচেস্টার সিটি। সার্হিও আগুয়েরোর হ্যাটট্রিকে নিজেদের মাঠে আর্সেনালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

ম্যাচ শুরু হতেই গোলের উচ্ছ্বাসে মাতে ম্যানসিটি। নিজেদের ভুলে মাত্র ৪৮ সেকেন্ডে গোল হজম করে আর্সেনাল। বল বিপদমুক্ত করতে ব্যর্থ হয় তারা। তাতে আয়মেরিক লাপোর্তের ক্রস থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের হেড বার্নড লেনোকে পরাস্ত করে জালে ঢুকে যায়।

প্রথম মিনিটে গোল পাওয়া ম্যানসিটি এর পর প্রতিপক্ষকে চাপে রেখে খেলতে থাকে। কয়েক মুহূর্ত পর আগুয়েরোকে শাখদোরান মুস্তাফি ফাউল করলে পেনাল্টির আবেদন জানায় তারা। রেফারি মার্টিন অ্যাটকিনসন তাদের প্রত্যাখ্যান করেন।

ম্যানসিটি আরও একবার জালে বল জড়ায়, কিন্তু কেভিন ডি ব্রুইনের ফ্রি কিক থেকে লাপোর্তের লক্ষ্যভেদী হেড অফসাইডে বাতিল হয়। স্বাগতিকদের হতাশায় ডুবিয়ে আর্সেনাল ১১ মিনিটে সমতা ফেরায়। কর্নার থেকে লরেন্ত কোসসিয়েলনির হেড স্কোর করে ১-১।

এ গোলের পর এলোমেলো হয়ে পড়ে ম্যানসিটি। বল দখলেও পিছিয়ে ছিল তারা। কিন্তু বিরতির বাঁশি বাজার এক মিনিট আগে আবার এগিয়ে যায় তারা। রহিম স্টারলিং ও ইকে গুন্দোগানের সমন্বিত চেষ্টায় পাওয়া ক্রসে আগুয়েরো দ্বিতীয় গোল করেন। বিরতির আগে ডি ব্রুইনের শট গোলবারের পাশ দিয়ে না গেলে ৩-১ হতে পারতো স্কোর।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণে যায় ম্যানসিটি। বার্নার্দো সিলভা ক্রসবারের উপর দিয়ে বল মারেন। বাঁ দিক থেকে একটি ক্রসে সময়মতো পা লাগাতে পারেননি দাভিদ সিলভা।

ম্যানসিটির আক্রমণভাগকে রুখে দিয়ে দলকে রক্ষা করেন লেনো। বক্সের মধ্যে আগুয়েরোকে থামান মুস্তাফি। স্টারলিংয়ের পাস থেকে ডি ব্রুইনের শট সোজা চলে যায় গানার গোলরক্ষকের হাতে। অবশ্য সব চেষ্টা করেও সিটিজেনদের তৃতীয় গোল থামাতে পারেনি আর্সেনাল। ৬১ মিনিটে আগুয়েরো হ্যাটট্রিক পূর্ণ করেন স্টারলিংয়ের ক্রস থেকে। ম্যানসিটির জার্সিতে লিগে এটি আর্জেন্টাইন তারকার দশম হ্যাটট্রিক, ১১ বার প্রতিপক্ষের জালে তিন গোল করে এই তালিকায় তার ওপর আছেন কেবল অ্যালান শিয়ারার।

শেষ দিকে লেনো বার্নার্দো সিলভা ও দাভিদ সিলভাকে রুখে দিয়ে ব্যবধান বাড়তে দেননি। 

এ জয়ে ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলে দুই পয়েন্টে এগিয়ে লিভারপুল (৬১)। সিটিজেনদের সঙ্গে আবারও ৫ পয়েন্টে এগিয়ে থাকতে রবিবার রাতেই ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে নামবে লিভারপুল। আর্সেনাল ৪৭ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে। 

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ